টোকিও, ৭ অগাস্ট: পরপর দুটো অলিম্পিক গেমসে পুরষদের ফুটবলে সোনা জিতল ব্রাজিল। শনিবার টোকিওয় স্পেনকে ২-১ গোলে হারিয়ে সোনা জিতলেন ডানি আলভেসরা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৮ মিনিটে পরিবর্ত ফুটবলার ম্যালকমের গোলে জয় ছিনিয়ে নেয় ভারত।
#BRA @CBF_Futebol have won #Gold again! #BRA
For the second Olympics in a row, Brazil are the men’s #Football champions!#StrongerTogether | #Tokyo2020 | @FIFAcom pic.twitter.com/46l0fAPwtW
— Olympics (@Olympics) August 7, 2021
রিও অলিম্পিকে ব্রাজিল ফাইনালে হারিয়েছিল জার্মানিকে। ২০১৬ রিও গেমসেই প্রথমবার পুরুষদের ফুটবলে সোনা জিতেছিলন ব্রাজিল।
NO FLOW 🍃😎 POR ONDE A GENTE PASSA 🚶🚶♂️🚶♀️É SHOW 🎉🎊🎇🥳 FECHOU 🔑🔑🔐E OLHA 👀👁️ ONDE A GENTE CHEGOU 💚🇧🇷 EU SOU 🗣️🗣️🗣️ PAÍS DO FUTEBOL ⚽🇧🇷🏟️🏟️ NEGÔ 👦🏿🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷 ATÉ GRINGO SAMBOU 💃💃💃💃💃 TOCOU BRASIL🏃🏃🏃🏃 É GOL 🥅🥅⚽⚽⚽⚽⚽🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷 pic.twitter.com/HmKc3P4jzu
— ً ana 🇧🇷 (@wolfhelvar) August 7, 2021
এবার সেটা পরপর দুটো সোনা হয়ে গেল। এর আগে ২০০৪ ও ২০০৮ পুরুষদের ফুটবলে পরপর সোনা জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই নজির ছুঁল ব্রাজিল। তবে ব্রাজিল পরপর তিনটে অলিম্পিকের ফাইনাল খেলল। ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইমনালে মেক্সিকোর কাছে হেরেছিল ব্রাজিল। এরপর ২০১৬ রিও গেমসের ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথমবার সোনা জেতেন নেইমাররা।