আজ ৭ জানুয়ারি ওড়িশা (Odisha FC) ও ইস্টবেঙ্গল (East Bengal FC) মুখোমুখি হবে ইন্ডিয়ান সুপার লিগের। লিগের শেষ ম্যাচে মুম্বই-এর কাছে ৪-২ গোলে হারে ওড়িশা। ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে অপরাজিত লড়াই শেষ হওয়ায় হতাশ হবে জোসেপ গাম্বাউয়ের (Josep Gambau) দল। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অবশ্যই প্রিয় তাঁরা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ঘরের মাঠে দুঃসাহসী হবে ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতলে শীর্ষ ছয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে তাঁরা। তবে রায়নিয়ার ফার্নান্ডেজ (Raynier Fernandes), জেরি মাউইমিংথাঙ্গা (Jerry Mawihmingthanga), নন্দকুমার সেকরদের (Nandhakumar Sekar) ওপর অনেক কিছু নির্ভর করবে।
অন্যদিকে, প্লে-অফে ওঠার স্বপ্ন দেখবে ইস্টবেঙ্গলও। শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ২-১ গোলে হেরেছিল তারা। কিন্তু ওড়িশার বিরুদ্ধে নিজেদের মাঠে খেলাটা একেবারেই অন্যরকম। ক্লিটন সিলভার (Cleiton Silva) ওপরই ভরসা রাখবে স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) দল।
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি?
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) ওড়িশা (Odisha FC) বনাম ইস্টবেঙ্গল (East Bengal FC) ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
Can @eastbengal_fc triumph in this high-octane fixture or will @OdishaFC continue their good form against #EBFC?
Check out the LIVE action, tonight 7 PM, on?the Star Sports network and Disney+Hotstar. pic.twitter.com/S5SuBPRa0s
— Star Sports Football (@StarFootball) January 7, 2023