East Bengal FC (Photo Credit: @eastbengal_fc/ X)

আজ, ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওড়িশা এফসি (Odisha FC) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC) আতিথ্য দেবে। যদিও ওড়িশা এখনও আইএসএলের পয়েন্ট টেবিলে নিজেদের সেরা প্রমাণ করেছে তবে, সুপার কাপ ২০২৪ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার কথা অবশ্যই মাথায় থাকবে। লাল-হলুদ ব্রিগেড চ্যাম্পিয়ন হলেও লিগে তাদের ভাগ্য পুরো উল্টো। বর্তমানে অষ্টম স্থানে থাকা ইস্টবেঙ্গল তাদের শেষ ৯ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ১-০ গোলের জয়ের পর কার্লেস কুয়াদ্রাতের দল আজ কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। এদিকে, অক্টোবর থেকে ওড়িশা আইএসএলে টানা ১২ ম্যাচে অপরাজিত ছিল। তাদের ধারাবাহিকতা এখনও পর্যন্ত লিগে তাদের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। তবে তাদের শেষ দুটি ম্যাচের দুটিতেই ড্র সার্জিও লোবেরার দলকে বেশ বিপাকে ফেলে দিয়েছে, তাই আজ তারা জয়ের ধারায় ফেরার আশায় থাকবে। Cristiano Ronaldo Suspended: সৌদি প্রো লিগে কেন সাসপেন্ড হলেন আল নাসর ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো?

কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?

২৯ ফেব্রুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneshwar) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?

ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।