Mohun Bagan SG, ISL 2023 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
Mohun Bagan SG vs Chennaiyin FC (Photo Credit: Mohun Bagan SG/ X)

পাঁচ ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে শুক্রবার আইএসএল মরসুমের ৫৩তম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। মোহনবাগান সুপার জায়ান্ট এখনও এফসি গোয়া ও মুম্বই সিটি এফসির সঙ্গে লিগে অপরাজিত তিন দলের একটি। আইএসএল মরসুমে শুরুটা ভাল হওয়ায় মেরিনার্স আরও নজর রাখবে শিরোপার দিকে। বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। যদিও এএফসি কাপে তাদের ফলাফল খুবই খারাপ, যার ফলে গ্রুপ পর্বেই বাদ পড়ে মোহনবাগান তবে, আইএসএলে ব্যতিক্রমী ফর্মের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে তারা। অন্যদিকে, হাইল্যান্ডার্সরা এই মরসুমে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জুয়ান পেদ্রো বেনালির খেলার ধরন প্রশংসা কুড়িয়েছে ঠিকই, কিন্তু সেরা দলগুলির সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে মোহনবাগানের বিরুদ্ধে জয় তাদের আবার ছ'নম্বরে নিয়ে যেতে পারে। Shreyas Iyer as KKR Captain, IPL 2024: কেকেআরের অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক নীতিশ রানা

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ?

১৫ ডিসেম্বর গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium, Guwahati) আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজির ম্যাচ।

কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ?

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।