শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023-24) ২০২৩-২৪ মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে ভারতীয় ফুটবল সেরা মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal)। এক শতাব্দীরও বেশি ইতিহাসের পিছনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল দ্বৈরথ কেবল ভারতীয় ফুটবল নয়, এশিয়ান এবং বিশ্ব ফুটবলের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ জিতে শনিবারের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, যা ১২ বছরে তাদের প্রথম জাতীয় স্তরের ট্রফি। গ্রুপ পর্বে মেরিনার্সকে ৩-১ গোলে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে কার্লেস কুয়াদ্রাতের দল আইএসএল ২০২৩-২৪ এ বর্তমানে ১০ ম্যাচ শেষে অষ্টম স্থানে রয়েছে। তদুপরি, ইস্টবেঙ্গল কখনও আইএসএলে মোহনবাগানকে হারাতে পারেনি, তাদের তিক্ত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিযোগিতায় ছয়টি ম্যাচ হেরেছে। ISL 2023-24 Live Streaming: পঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩-২৪, সরাসরি দেখবেন যেখানে
অন্যদিকে মোহনবাগান আইএসএল টেবিলে পঞ্চম স্থানে থাকলেও ইদানীং খারাপ ফর্ম সহ্য করছে। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোকে বরখাস্ত করার পর শেষ চার ম্যাচে হেরেছে মেরিনার্স। দু'বারের আইএসএল জয়ী অ্যান্টোনিয়া হাবাসকে তাঁর স্বদেশীর জায়গায় দলে নেওয়া হয়েছে। সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল করা অধিনায়ক ক্লেইটন সিলভা ইস্টবেঙ্গলের হয়ে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হবেন এবং মোহনবাগানের আক্রমণের নেতৃত্ব দেবেন জেসন স্টিভেন কামিংস এবং দিমিত্রিওস পেত্রাতোস।
𝐀 𝐂𝐋𝐀𝐒𝐇 𝐎𝐅 𝐓𝐖𝐎 𝐓𝐈𝐓𝐀𝐍𝐒 💥
This Boro Match poster is a tribute to Indian music stalwarts S.D. Burman and Manna Dey, whose ardent love for their respective clubs have added numerous anecdotes to the East Bengal-Mohun Bagan rivalry! 🎶#KolkataDerby #JoyEastBengal… pic.twitter.com/N4GdL15kr6— East Bengal FC (@eastbengal_fc) February 3, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
৩ ফেব্রুয়ারি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বির ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, কলকাতা ডার্বি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।