Mohun Bagan vs East Bengal, I-League 2019-20 Online Live Streaming and Live Telecast: রবিবারের ডার্বি এবারের আই লিগের (I-League 2019-20) প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ (Mohun Bagan Vs East Bengal)। লাল-হলুদ কোচ আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া বনাম মোহনবাগানের কোচ কিবু ভিকুনার স্ট্র্যাটেজির লড়াই। ডার্বি বরাবরই বাঙালির ফুটবলের কেন্দ্রবিন্দুতে। সাত-আটের দশকের পাগলামি এখন আর নেই। কিন্তু ফেসবুক-হোয়াটসঅ্যাপে এখনও বড় ম্যাচ এলেই বিভাজন স্পষ্ট হয়ে যায় ইলিশ-চিংড়ির। নতুন প্রজন্মের মধ্যেও নিহিত হয়ে গিয়েছে ফুটবল-পাগলামির এই বীজ। তাদেরই এক বড় অংশ যুবভারতীমুখী।
প্রসঙ্গত, কলকাতা লিগের ডার্বিটি (Durby) ড্র হয়েছিল। তাই রবিবার জয়ের আকাঙ্ক্ষা আরও তীব্র দুই প্রধানের সমর্থকদেরই। রবিবারের ডার্বিতে নামার আগে আই লিগে ভাল অবস্থানে মোহনবাগান। ৭ ম্যাচে তারা পেয়েছে ১৪ পয়েন্ট। ইস্টবেঙ্গল এক ম্যাচ কম খেলে ৮। প্রসঙ্গত, এবারের লিগ টেবিলের শীর্ষে এখনও সবুজ-মেরুন।৮ ডিসেম্বর চার্চিল ব্রাদার্সের কাছে হারের পর টানা পাঁচটিতে অপরাজিত (চারটি জয় ও একটি ড্র) থেকে ডার্বিতে নেমেছে মোহনবাগান (Mohun Bagan)। অন্যদিকে প্রথম দিকে ভাল খেললেও পরের দিকে খারাপ পারফরম্যান্সের ফলে পিছিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। শুরুতে শীর্ষে পৌঁছে গেলেও পরপর দু'টি পরাজয়ের ফলে নীচে নেমে এসেছে তারা। কোথায় দেখবেন লাইভ টেলিকাস্ট কিংবা বিনামূল্যে অনলাইনে কোথায় পাবেন ম্যাচের আপডেট? জানুন বিস্তারিত তথ্য। আরও পড়ুন: Mohun Bagan Merges With ATK: মোহনবাগান-এটিকে সংযুক্তিকরণ, লোগো ও জার্সি অপরিবর্তি রেখেই ISL খেলবে সবুজ-মেরুন
ম্যাচের দিনক্ষণ থেকে ভেন্যু
কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে আজ সাড়ে ৫টা থেকে শুরু হয়ে গিয়েছে ম্যাচ।
লাইভ টেলিকাস্ট কোন চ্যানেলে?
আই লিগ ২০১৯-২০-এর আনুষ্ঠানিক সম্প্রচারক ডি স্পোর্টস। ওই চ্যানেলেই সরাসরি দেখা যাবে ম্যাচ।
বিনামূল্যে অনলাইনে কোথায় মিলবে ম্যাচ দেখার সুযোগ?
আই লিগ ২০১৯-২০-এর ফেসবুক পেজ থেকে ম্যাচ দেখা যাবে একদম বিনা খরচে।