এএফসি কাপে হারের পর মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) আবার ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে খেলতে প্রস্তুত, তবে এটি হবে আইএসএল ২০২৩-২৪-এর ম্যাচ। মহাদেশীয় প্রতিযোগিতায় দুই দলের সংঘর্ষের এক সপ্তাহও কাটেনি। সেই ম্যাচে ৫-২ গোলে লজ্জার হার পায় মোহনবাগান। ওড়িশার হয়ে সে ম্যাচে পাঁচ জন ভিন্ন গোলদাতা মোহনবাগানকে কোনো সুযোগই যেন দেয়নি। তবে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেরিনার্স। কিন্তু তাদের গেমপ্লেতে এমন অনেক সন্দেহের জায়গা আছে যা নিয়ে এখনও ভাববে দল। মরসুম যত এগোচ্ছে, মোহনবাগান এসজির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। এএফসি কাপে ওড়িশা এফসির বিরুদ্ধে হারের ব্যবধান কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে ক্লাব জুড়ে। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে পারফরম্যান্সও তেমন মসৃণ ছিল না। অন্যদিকে, ওড়িশা এফসি তাদের অভিযানের দুর্বল শুরু করার পরে, সার্জিও লোবেরার তত্ত্বাবধানে আরও পরিমার্জিত দল হয়ে সামনে এসেছে। পরপর পাঁচটি ম্যাচ জিতে ওড়িশা এখন দারুণ ছন্দে রয়েছে। Mohun Bagan SG Match Tickets: ওড়িশার বিপক্ষে প্রতিশোধ ঘরের মাঠেই, মোহনবাগানের টিকিট কিনবেন যেভাবে
Battle ready to take on Odisha FC! Joy Mohun Bagan! 💚♥️
Three big points are at stake tonight at the VYBK as we look to continue our momentum! 💪
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema… pic.twitter.com/QtFI2MLXbs
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 6, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
৬ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkataa) আয়োজিত হবে মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান এসজি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।