![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/12/125-2-380x214.jpg)
আজ শনিবার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। মরসুমের শুরুটা ভালই করেছে মেরিনার্স, শীর্ষে যাওয়ার জন্য এবার শুধু গৌড়দের টপকাতে হবে। এই মুহূর্তে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। তবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে তিনটি লাল কার্ড পাওয়া মোহনবাগানকে সামলাতে হবে হেক্টর ইউস্তে, আশিস রাই ও লিস্টন কোলাকোর নির্বাসন। অন্যদিকে, আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এফসি গোয়া। ঘরের বাইরেও ভাল খেলার জন্য পরিচিত গোয়া এই খেলা থেকে ইতিবাচক ফল বের করে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করবে। FIFA Club World Cup 2023: প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতল ম্যানচেস্টার সিটি
Up for the fight, tonight we battle on the pitch! 💪
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/Zr1vHOYWWL
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 23, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ?
২৩ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium, Kolkata) আয়োজিত হবে মোহনবাগান এসজি বনাম এফসি গোয়ার ম্যাচ।
কখন থেকে শুরু হবে মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ?
মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৮ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান এসজি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।