প্রাক্তন মোহনবাগান ও ভারতীয় ফুটবলার মণিতম্বি সিং (Manitombi Singh) ৯ অগস্ট প্রয়াত হন। মাত্র ৩৯ বছর বয়সেই চলে গেলেন তিনি। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন কোচও ছিলেন মণিতম্বি সিং। এই ফুটবলার দেশের জার্সিতে ২০০২ সালে অনুর্ধ-২৩ জাতীয় দলের হয়ে জেতেন এলজি কাপ।
মোহনবাগান ছাড়াও সালগাঁওকার, এয়ার ইন্ডিয়ার জার্সিতে খেলেছেন দেশের শীর্ষস্থানীয় ফুটবল লিগে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবল জগতে। পাশাপাশি এশিয়ান গেমসেও খেলেছেন তিনি। কলকাতা লিগে মোহনবাগান জার্সিতে প্রথম ম্যাচেই গোল করেছিলেন। তারপর থেকেই সবুজ মেরুন-র নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। মোহনবাগানের অধিনায়কও হয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বে মোহনবাগান এয়ারলাইন্স কাপ জেতে। তাঁর মৃত্যুতে মোহন বাগানের সমর্থকরাও মর্মাহত। আরও পড়ুন, পাতিপুকুর বাজারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, ৩০ মিনিটে করোনা পজিটিভ ধরা পড়ল ৫ জনের
রবিবার মোহনবাগান নিজেদের টুইটারে তাঁর মৃত্যুর খবর জানায়। ২০১৪ সালে নেরোকার হয়ে রাজ্য ফুটবল লিগে খেলে চ্যাম্পিয়ন ও হয়েছিলেন। খেলা থেকে অবসর নেওয়ার পর মণিপুরের অনুবা ইমাগি মঙ্গলের কোচ হয়েছিলেন। তাঁর মৃত্যুতে গোটা দেশের ফুটবল শোকাহত।