Lionel Messi to Leave Barcelona: মেসি বার্সেলোনাতে থাকলেই পদত্যাগ করবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ
Lionel Messi and Josep Maria Bartomeu (Photo Credits: Twitter)

লিওনেল মেসির (Lionel Messi) বার্সেলোনা (Barcelona) ছাড়ার ঘোষণার পর থেকেই তারকা ফুটবলারের আগামী পদক্ষেপ নিয়ে জোর জল্পনা চলছে। হাজারো প্রশ্নে জর্জরিত ফুটবল বিশ্ব। অন্যদিকে আলোচনা হচ্ছে বার্সালোনা প্রেসিডেস্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে (Josep Maria Bartomeu) নিয়েও। অনেকে তাঁর পদত্যাগের দাবি করছেন। তবে নতুন খবর হল মেসি বার্সেলোনাতে থাকলেই পদত্যাগ করবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির খবর এটাই।

সংবাদমাধ্যমগুলি আরও বলছে এখন মেসিকে ক্লাব ছাড়ার বিষয়ে ভাবতে হবে কিংবা চাপটা তাঁর উপরই থাকবে। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দু’দিন পার হয়ে গেছে। কিন্তু এখনও এ নিয়ে কোনও কথাই বলেননি বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তোমেউ। তবে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে মেসির আলোচনা ফলপ্রসু হয়নি। ফলে বার্তোমেউ পদত্যাগ করলেও মেসি থেকে যাবেন কি না তা লাখ টাকার প্রশ্ন। আরও পড়ুন: KKR Team Profile for IPL 2020: তৃতীয়বার আইপিএল খেতাব জেতার দৌড়ে কেকেআর; একনজরে খেলোয়াড়দের তালিকা ও রেকর্ড

এর আগে মঙ্গলবার এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মেসি। কোনও ঝামেলায় না জড়িয়ে বিনা ট্রান্সফার ফিতেই ক্লাব ছাড়ার অনুমতি চেয়েছেন তিনি। বর্তমান চুক্তির শর্ত অনুযায়ী প্রতি মরশুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে। তবে নিয়ম অনুযায়ী, এই ক্লজ কেবলমাত্র মরশুম শেষের ২০ দিন আগে প্রযোজ্য হওয়ার কথা। অর্থাৎ গত ১০ জুন শেষ হয়ে গেছে এই সুযোগ। অর্থাৎ মেসিকে যেতে হলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন পরিশোধ করতে হবে। তাদের যুক্তি, ২০২১ সাল পর্যন্ত মেয়াদ থাকা চুক্তি এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। এই নিয়েই এখন আইনি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।