লিওনেল মেসির ৩৩তম জন্মদিন (Photo Credits: Pixabay and Getty Images)

আজ জন্মদিন (Happy Birthday) ফুটবল তারকা লিওনেল মেসির (Lionel Messi)। ৩৩-এ পা জনপ্রিয় ফুটবল তারকার। বিশ্ব ফুটবলের এক জাদুকর হলেন লিওনেল মেসি। কিংবদন্তি এই ফুটবলারের জন্ম আর্জেন্তিনার রোজারিওতে ১৯৮৭ সালে, ২৪ জুন। ছোট থেকেই ফুটবল খেলার নেশায় বুঁদ ছিল ছোট্ট মেসি। বার্সেলোনা অ্যাকাডেমির জন্য মেসিকে বেছেছিলেন কার্লোস রেক্সাস। আজকের এই নক্ষত্রকে তুলে আনার পিছনে রয়েছেন তিনিই। ছোট্ট মেসির হরমোন চিকিৎসার দায়িত্ব নেন তিনি। সেই থেকে শুরু ছোট্ট মেসির 'মেসি ১০' হওয়ার যাত্রাপথ।

তাঁর কাছে রয়েছে ব্যালন ডি'ওর-র সর্বোচ্চ সম্মান। চ্যাম্পিয়নশিপ লীগ ট্রফি ৪-বার জয়লাভ করেছেন তিনি। সেরা এই ফুটবলারের বিশ্বজুড়ে ভক্ত রয়েছে। ভক্তদের মনে তো বটেই, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, বাড়ির দেওয়ালে অঙ্গাঙ্গিভাবে জড়িত মেসি। জনপ্রিয় এই ফুটবলারের ৩৩টম জন্মদিনে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে তাঁর ছবি ও পোস্টের। ফুটবল তারকা মেসির জন্মদিনে শুভেচ্ছা জানাতে শেয়ার করুন এই ছবিগুলি। আরও পড়ুন, করোনায় আক্রান্ত টেনিস তারকা নোভাক জোকোভিচ ও তাঁর স্ত্রী সেলেনা, টুর্নামেন্ট নিয়ে সমালোচনার ঝড় আরও তুঙ্গে

জনপ্রিয় ফুটবলের জনক মেসির জন্মদিন (Picture Credits: Getty Images)

 

মেসির জন্মদিনে হার্দিক শুভেচ্ছা (Picture Credits: Getty images)

 

মেসি, তুমি ফুটবলের অনন্য নায়ক (Picture Credits: Getty Images)

 

শুভ জন্মদিন মেসি (Picture Credits: Getty Images)

 

Happy Birthday Messi 10 (Picture Credits: Getty Images)

 

শুভ ৩৩ মেসি (Picture Credits: Getty Images)

 

যদিও ফুটবল জগতে মেসি নাকি রোনাল্ডো এই নিয়ে তর্ক লেগেই থাকে । মেসির ঝুলিতে বিশ্বকাপ না থাকলেও তাঁর খেলায় অভিভূত ভক্তকুল। হাজার হাজার রেকর্ড আছে তাঁর ঝুলিতে। মাত্র ১৪ বছর বয়সে সর্বোচ্চ গোলদাতা। ৪ টি ফিফা জয়লাভের রেকর্ড রয়েছে। মাত্র ৩৩ বছর বয়সেই হয়ে উঠেছেন ফুটবলের রাজা। কিন্তু বিশ্বকাপ জয়লাভ না করা তাঁর জীবনকে এখনও অপূর্ণ করে রেখেছে। তাই ৩৩ বসন্ত পার করার পরও স্বপ্নপূরণ হয়নি সোনার ট্রফি জয়ের। একবার সিদ্ধান্ত নিয়েছিলেন অবসরের। কিন্তু তিনি ফিরে আসেন, বিশ্বকাপের মুকুট জয়ের স্বপ্ন নিয়ে- শুভ জন্মদিন লিওনেল মেসি।