লন্ডন, ৯ সেপ্টেম্বর: পর্তুগাল সুইডেনের বিরুদ্ধে ২-০ গোলে জেতার সঙ্গে সঙ্গেই ফের ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রথম ইউরোপিয়ান হিসেবে এই কিংবদন্তী ফুটবলারের আন্তর্জাতিক গোল সংখ্যা ১০০-র কোঠা ছুঁয়ে ফেলল। জিনহুয়া সংবাদ সংস্থার খবর, পায়ের পাতার সমস্যা সারিয়ে মাত্র তিনদিন আগেই ম্যাচে ফিরেছেন বছর ৩৫-এর জুভেন্তাস ফরোয়ার্ড। সেকারণেই ন্যাশনাল লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক রোনাল্ডো। যদিও মঙ্গলবার চ্যাম্পিয়ন টিম অধিনায়ককে সঙ্গে নিয়ে সুইডেন ঘুরতে বেরিয়েছিল। বিরতির আগেই ফ্রিকিকের মাধ্যে স্কোর এগিয়ে নিয়ে যান রোনাল্ডো। খেলার ৭৩ মিনিটে পেনাল্টি এরিয়া থেকে জয়ের জন্য দ্বিতীয় গোলটি করে ফেলেন তিনি। ইউরোপিয়ান ফুটবলার হিসেবে তিনি যে আন্তর্জাতিক ১০০ গোলের ক্লাবের প্রথম সদস্য। আরও পড়ুন- Coroanvirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৮৯ হাজার ৭০৬ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪৩.৭০ লাখ
রেকর্ড গড়েই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, “এবার ১০৯ গোলের রেকর্ড ভেঙে এগিয়ে যেতে চাই। একমাত্র ইরানের ফুটবলার আলি দায়ের আন্তর্জাতিক গোল সংখ্যা ১০৯। এবার ধাপে ধাপে এগোতে হবে। আমি এটা নিয়ে একেবারেই অবসেসড নই। জানি স্বাভাবিকভাবেই রেকর্ড তৈরি হবে।” পর্তুগালের এটি দ্বিতীয় জয়। কেননা গত শনিবারই ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। গ্রুপ ৩ এর তৃতীয় ম্যাচ উপলক্ষে অক্টোবরেই ফ্রান্সে যাচ্ছে পর্তুগাল। ২০১৮-র ফুটবল বিশ্বকাপে নিজেদের জয়ের পুনরাবৃত্তি ঘটিয়েছে ফ্রান্স। স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি সত্ত্বেও ৪-২ গোলে পরাস্ত করে ফ্রান্স। গত শনিবার এমবাপ্পের গোলেই সুইডেনের বিরুদ্ধে জয়ী হয় ফ্রান্স। এরপরেই স্ট্রাইকারের করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ আসায় তাঁকে ম্যাচ থেকে সরে দাঁড়াতে হয়েছে।