Coroanvirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৮৯ হাজার ৭০৬ জন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪৩.৭০ লাখ
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৯ সেপ্টেম্বর: বুধবার ভারতে করোনা সংক্রমণ (Coronavirus Cases In India) ৪৩ লাখের কোটা ছাড়িয়ে গেল। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭০৬ জন। একই সময়ে করোনার বলি ১ হাজার ১১৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট করোনা রোগী ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৯ জন। এর মধ্যে এখন সংক্রামিত ৮ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮৪৫ জন। সবমিলিয়ে ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৩ হাজার ৮৯০ জন। ভারতে মহামারীতে সবথেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক। আরও পড়ুন-US Presidential Election 2020: করোনা মহামারীর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক ছাড়াই গেলেন ১০০ জন

ভারতে ১ দিনে আক্রান্ত ৮৯ হাজার ৭০৬ জন

বিশ্বের করোনা আক্রান্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করেছে গত সপ্তাহেই। করোনাভাইরাসের ভ্যাকসিনের সর্বশেষ পাওয়া খবর বলছে, ইংল্যান্ডে করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রেখেছে। স্বেচ্ছাসেবকদের একজন সম্ভাব্য কারণে অসুস্থ হয়ে পড়ায় আপাতত এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বিরতি রাখা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। এই পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখাকে তারা নিয়ম মাফিক বিরতি বলছে। অর্থনীতির ক্ষেত্রে জোর আনতে আনলক ৪-এ বহু বিষয়ের ক্ষেত্রেই বিধিনিষেধে শৈথিল্য এনেছে সরকার। মহামারীর কারণে ১৭১ দিন বন্ধ থাকার পর আজ থেকে দিল্লি মেট্রোর ব্লু ও পিংক লাইনে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে ইয়েলো লাইনে মেট্রো চলাচল শুরু হয়ে গেছে গত সোমবার থেকে।