গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া রাজারহাট রোডের জোকার বিল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো এসটিএফ। এস টি এফ ও হাড়োয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে এর চার সদস্যের একটি দল হাড়োয়া রাজারহাট রোডের জোকার বিল এলাকায় একটি চারচাকা গাড়িকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয় অস্ত্র। একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ও একটি ৭ এমএম পিস্তল। সেই সঙ্গে উদ্ধার হয় ১২ বোরের ছয়টি গুলি ও ৭.৬৫ বোরের ১১ টি গুলি। পুলিশকে দেখতে পেয়ে অভিযুক্তরা চম্পট দেওয়ার চেষ্টা করলেও ড্রাইভার সহ চারজনকে গ্রেফতার করে এসটিএফ । ধৃতদের নাম আমিরুল মন্ডল, আবু শাহিদ গাজী, গিয়াস উদ্দিন গাজী। ও গাড়ি চালকের নাম হাবিল মোল্লা। ধৃত চারজনের বাড়ি হাড়োয়ার গোপালপুরের পুকুরিয়া এলাকায়।ধৃত চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় এফ আই আর রুজু করে এস টি এফ। তাদের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেফতার করা হলেও কী উদ্দেশ্যে এরা এত আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমা করেছিল সেই নিয়ে কোন তথ্য এখনো পাওয়া যায়নি। এস টি এফের তরফে তদন্ত শুরু করা হয়েছে। যে গাড়ির মধ্যে অস্ত্র পাওয়া গেছে সেই গাড়িটিকেও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে।
A team of STF, WB conducted a raid at Haroa based on a secret information of arms smuggling
1. One (01) single brl long firearm
2. One (01) DBBL firearm
3. One (01) improvised 7mm
4. Six (06) rounds of 12 bore
5. Eleven (11) rounds of 7.65 mm @WBPolice #LawAndOrder pic.twitter.com/hKlJjDTCYB
— Tapas Sengupta (@k_tapas1) April 18, 2025