TMC Vs BJP Bye Election (Photo Credit: Facebook)

পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভার উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য প্রচার জমে উঠেছে। বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোট নেওয়া হবে ১৩-ই নভেম্বর। যে সমস্ত ভোটদাতা নির্বাচনে ভোটের ডিউটি থাকায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না, তাদের পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে, রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) আজ হাড়োয়া বিধানসভার দলীয় প্রার্থীর সমর্থনে হাড়োয়া হাইস্কুল ও দেগঙ্গার চাপাতলায় জনসভা করবেন।

বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh) গতকাল মাদারিহাটে প্রার্থীর সমর্থনে বিন্নাগুড়ি বাজার এলাকায় প্রচার চালান। অংশ নেন রোডশো-তেও। আলিপুরদুয়ারের সাংসদ ও জেলা বিজেপি সভাপতি মনোজ টিগ্গাও প্রচার করেন বীরপাড়ার সিংঘানীয়া চা-বাগানে। রাজ্যের যে ছ’টি বিধানসভায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন‍ হতে চলেছে, তার মধ্যে একমাত্র মাদারিহাটে বিজেপির বিধায়ক ছিলেন। গেরুয়া শিবিরের অনেকেই মনে করছেন, এ বার আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র মাদারিহাট দখলে রাখতে পারলেই যথেষ্ট।

উপনির্বাচনের প্রচারে বাংলার পাঁচটি জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রে কর্মসূচি গ্রহণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সুতরাং এবার কংগ্রেসও অলআউট খেলতে মাঠে নামছে বলে মনে করা হচ্ছে। উপ-নির্বাচনে বামেদের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। তাই চতুর্মুখী লড়াইয়ে কংগ্রেস কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে কংগ্রেস চাইছে একা লড়াই করে যদি বামেদের থেকে ভাল ফল করা যায় তাহলে আগামী দিনে জোটের ক্ষেত্রে তারা শর্ত আরোপ করতে পারবে।

উপ-নির্বাচনে বামফ্রন্টের তরফে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (এআইএফবি) সিতাই আসন, আরএসপি মাদারিহাট, সিপিআই মেদিনীপুর, সিপিআই (এমএল)-লিবারেশন নৈহাটি এবং সিপিআই (এম) তালডাংরাতে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারাও নিজেদের মত করে প্রচার শুরু করেছে।