ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) হায়দরাবাদ এফসির শুরুটা একদম ভালো নয়। ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১ নম্বরে রয়েছে হায়দরাবাদ এফসি। আজ ২৫ নভেম্বর কেরালা ব্লাস্টার্স এফসির বিপক্ষে মাঠে নেমে ফর্মে ফিরতে চাইবে হায়দরাবাদ এফসি। কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে হায়দরাবাদ এফসি পঞ্জাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে। হায়দারাবাদ এফসির খারাপ ফর্ম চিন্তার কারণ হলেও কেরলের বিরুদ্ধে প্রথম জয় পেতে মরিয়া তারা। ফলে প্রধান কোচ কনর নেস্টর যদি এই ম্যাচের জন্য নতুন মিডফিল্ড লাইনআপ শুরু করার সিদ্ধান্ত নেন, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। হিতেশ শর্মার জায়গা নিতে পারেন সাহিল টাভোরা, আর জাভি সিভেরিও শুরুটা করতে পারেন এডু গার্সিয়াকে বেঞ্চে ঠেলে দিয়ে। অন্যদিকে, আইএসএলে এখনও পর্যন্ত ছ'টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে কেরল ব্লাস্টার্স। চার জয় ও এক ড্রয়ে কেরল ব্লাস্টার্সের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১৩ পয়েন্ট। Chennaiyin FC vs East Bengal FC, ISL 2023 Live Streaming: চেন্নাইয়িন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
💥 Saturday night, in Kochi!#TheNawabs are back in action after a break and its the Blasters we take on...
Let's give it our all 👊#KBHFCHFC #ISL10 💛🖤 pic.twitter.com/lYm0bIoXze
— Hyderabad FC (@HydFCOfficial) November 25, 2023
কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
২৫ নভেম্বর কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে (Jawaharlal Nehru International Stadium, Kochi) আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হায়দরাবাদ এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।