টানা খারাপ ফলাফলের পর বুধবার কোচ হুয়ান ফেরান্ডোকে (Juan Ferrando) বরখাস্তের ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ২০২১-২২ মরসুমের মাঝামাঝি সময়ে মোহনবাগানের সঙ্গে যোগ দেন স্পেনীয় তারকা ফেরান্ডো। এরপর ২০২৩ সালে আইএসএল এবং এই অভিযানের শুরুতে ডুরান্ড কাপে ক্লাবকে নেতৃত্ব দেন। কলকাতা জায়ান্টস আসন্ন সুপার কাপের জন্য টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas) নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে। হাবাস এর আগে এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে আইএসএলে কাজ করেছেন এবং চলতি মাসে কলিঙ্গ সুপার কাপ থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন। এই মুহূর্তে আইএসএল ২০২৩-২৪-এ ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহনবাগান। ১০ ম্যাচে মাত্র ৬টি জয় পেলেও এএফসি কাপের গ্রুপ পর্বে একটি ম্যাচসহ শেষ পাঁচ ম্যাচে হেরেছে তারা। Kalinga Super Cup: জেনে নিন কলিঙ্গ সুপার কাপের নিয়ম এবং সূচি
For the ISL Cup win, for the Durand Cup win, for the numerous memories, thank you Juan!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/epkYctazOC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 3, 2024
গত মরসুমে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করার পাশাপাশি ডুরান্ড কাপ ২০২৩-২৪ ট্রফিও জিতেছিলেন ফেরান্ডো। মোহনবাগানের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ বদলাচ্ছে। সরে দাঁড়াচ্ছেন হুয়ান ফেরান্ডো। তার জায়গায় সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। আইএসএল (২০২২-২৩ মরসুম) এবং এ বছরের ডুরান্ড কাপ জেতার জন্য জুয়ান ফেরান্ডোকে ধন্যবাদ। কলিঙ্গ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে মোহনবাগান। ৯ জানুয়ারি থেকে অভিযান শুরু করলেও ১৯ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বীরা একে অপরের মুখোমুখি হবে।
Some stories cannot be left incomplete…
Welcome back, Señor Habas 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/G9AITqzQtP
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 3, 2024