Mario Rivera (Photo: IANS)

গোয়া, ১ জানুয়ারি: এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রধান কোচ নিযুক্ত হলেন মারিও রিভেরা (Mario Rivera)। ৪৪ বছর বয়সি রিভেরা হোসে ম্যানুয়েল ডিয়াজের স্থলাভিষিক্ত হলেন। যিনি গত মাসে কোচের চাকরি খুইয়েছেন। প্রাক্তন ভারতীয় ফুটবলার রেনেডি সিংকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।

স্প্যানিয়ার্ড রিভেরা দুই মরসুম আগে ইস্টবেঙ্গলকে আই-লিগে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন। তিনি ২০১৮/১৯ মরসুমে ৩১টি ম্যাচে ডেপুটি হিসাবে ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজের সঙ্গে কাজ করেছিলেন। এসসি ইস্ট বেঙ্গলের সিইও কর্নেল শিবাজি সমাদ্দার বলেছেন, "আমরা তাঁকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করতে পেরে খুশি। মারিও আগে ইস্টবেঙ্গলের অংশ ছিলেন এবং ভারতীয় ফুটবলে তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে।" আরও পড়ুন: New Zealand vs Bangladesh: ২০২২ সালের প্রথম সেঞ্চুরির মালিক ডেভিড কনওয়ে, উইকেটটা পেলেন শরিফুল ইসলাম

তবে এখনই কোচের দায়িত্ব নিতে পারবেন না রিভেরা। আইএসএল নিয়ম অনুসারে, তাঁকে বাধ্যতামূলক কোয়ারান্টিনে কাটাতে হবে। তারপরে দলের দায়িত্ব নিতে পারবেন। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং দায়িত্ব সামলাবেন। আইএসএল-র চলতি মরসুমে এসসি ইস্টবেঙ্গল ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে। মঙ্গলবার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে তারা।