ওয়েলিংটন, ১ জানুয়ারি: আন্তর্জাতিক ক্রিকেটে ২০২২ সালের প্রথম সেঞ্চুরিটা করলেন নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে (David Conway)। বাংলাদেশের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের দু ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বছরের প্রথম দিনে শুরু হয়েছে বে ওভালে। আর বে ওভাল টেস্টের প্রথম দিনে ১২২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে স্বস্তিতে রাখলেন তিন নম্বরে ব্যাট করতে নামা কনওয়ে। যে কনওয়ে গত বছর অভিষেক টেস্টে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এটি তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
কনওয়ে সেঞ্চুরি করলেও বাংলাদেশের বোলাররা ভাল লড়াই করলেন। প্রথম দিনের শেষে নিউ জিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২৬৮ রান। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রস টেলর প্রথম ইনিং ৩১ রানে আউট হলেন। দিনের শেষে ক্রিজে আছেন হেনরি নিকোলাস (৩১)। ইদহাদ হোসেনের বলে টম ব্লান্ডেল (১১) বোল্ড আউট হতেই প্রথম দিনের খেলা শেষ হয়। কেন উইলিয়ামসন না খেলায় কিউই দলকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠান নিউ জিল্যান্ডকে। আরও পড়ুন: চেলসি ম্যাচের আগে লিভারপুলের তিন ফুটবলার করোনা আক্রান্ত
এদিকে, কনওয়ে যেমন ২০২২ সালে প্রথম সেঞ্চুরি হাঁকালেন, তেমন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটটা নিলেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। টম লাথাম (১)-কে আউট করে বছরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট উইকেটটা নিলেন শরিফুল। শরিফুল ৫৩ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ইবাদত হুসেন ও অধিনায়ক মমিনুল হক। কিউই ওপেনার উইল ইয়ং (১) রান আউট হন।
দেখুন টুইট
A second Test century for Devon Conway!
He brings up three figures with a confident pull shot 👏
Watch #NZvBAN on https://t.co/WngPr0Ns1J in selected regions!#WTC23 pic.twitter.com/plA3jklkTI
— ICC (@ICC) January 1, 2022
বাংলাদেশের লক্ষ্য হবে কিউই ইনিংসকে ৩০০ রানের মধ্যে গুঁটিয়ে ফেলা। কারণ পেস সহায়ক এই পিচে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নিল ওয়েগনারদের মত পেসারদের খেলা বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে খুবই কঠিন হবে।