![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/06/Pratik-Chaudhari-380x214.jpg)
ডিফেন্ডার প্রতীক চৌধুরী (Pratik Chaudhari) এবং গোলরক্ষক লালথুয়ামমাওয়াইয়া রাল্টেকে (Lalthuammawia Ralte) ইন্ডিয়ান সুপার লীগের (ISL) পরের মরশুমের জন্য সই করাল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) বুধবার। গত মরশুমে মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছিলেন প্রতীক। অন্যদিকে রাল্টে এর আগে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত বিএফসি-র স্কয়্যাডের সদস্য ছিলেন। আগামী মরশুমের জন্যও তিনি সই করেছেন।
একজন বহুমুখী ডিফেন্ডার প্রতীক চৌধুরী ২০১১ সালে এয়ার ইন্ডিয়ার হয়ে খেলা শুরু করেন। পরে মুম্বই এফসি, মোহনবাগানে খেলেন। বেঙ্গালুরু এফসি হল তাঁর আই লীগের পঞ্চম দল। বছর তিরিশের প্রতীক এর আগে কেরালা ব্লাস্টার্স, দিল্লি ডায়নামোস এবং জামশেদপুর এফসি-র হয়ে খেলেছেন। আরও পড়ুন: Abdul Razzaq On India: 'পাকিস্তানের সেমিফাইনালে ওঠা আটকাতে ইংল্যান্ডের কাছে বিশ্বকাপে ইচ্ছাকৃতভাবে হেরেছিল ভারত'
দল বদল নিয়ে প্রতীক বলেন, "দেশের সেরা ক্লাবগুলি আমার প্রতি আগ্রহী বলে খুব খুশি। আমি এই চুক্তি করে অত্যন্ত আনন্দিত। আমি যেভাবেই পারি দলে অবদান রাখার আশা করি, এবং লীগের সেরা কিছু দেশি ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে খেলার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।"