Kerala Blasters FC vs Hyderabad FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Kerala Blasters FC vs Hyderabad FC)। গোয়ার বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজর মাঠে খেলাটি হবে। কিবু ভিকুনা তাঁর প্লেয়িং সিস্টেমটি বাস্তবায়নের জন্য এখনও লড়াই চালিয়ে যাওয়ার কারণে এই মরশুমে হতাশাজনক শুরু করেছে কেরালা। তারা ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে। লিগ টেবিলে নবম স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

অন্দিকে হায়দরাবাদ এফসি এই মরশুমে বেশ ভালোই ছন্দে রয়েছে। নিজামদের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়ের চোট ছিল, সেই কারণে দলের তরুণ খেলোয়াড়দের খেলতে বাধ্য করা হয়েছিল। মানোলো মারকুয়েজের ছেলেরা ২টি ম্যাচে জয় পেয়েছে, ৩টি ম্যচ ড্র করেছে এবং মুম্বাই সিটি এফসি-র কাছে শেষ ম্যাচে হেরেছে। আরও পড়ুন: India vs Australia Boxing Day Test 2020: নিজের ১২তম শতরান অজিঙ্কে রাহানের, মেলবোর্ন টেস্টে বড় লিডের পথে ভারত

কেরালা ব্লাস্টার্সের সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমেস (জিকে), বাকারি কোন, নিশু কুমার, সাহাল আবদুল সামাদ, রোহিত কুমার, ফাসুন্দো পেরেরেরা, জেসেল কার্নেইরো, রাহুল কেপি, ভিসেন্টে গোমেজ, কোস্টা ন্যামোইনসু (সি), জর্ডান মারে।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: সুব্রত পল (জিকে), চিংলেনসানা সিং, ওডেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র, আশিষ রাই, নিখিল পুজারি, হালিচরণ নারজারি, হিটেশ শর্মা, মোহাম্মদ ইয়াসির, জোওও ভিক্টর, আরিডান সান্টানা (সি)।

পরিসংখ্যান: দুই দল এর আগে ২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে।