প্রাথমিক ধাক্কা কাটিয়ে বক্সিং ডে টেস্টে (India vs Australia Boxing Day Test 2020) বড় রানের পথে ভারত। অধিনায়ক অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) সেঞ্চুরিতে ভর সেই দিকেই এগোচ্ছে দল। টেস্ট ক্রিকেটে নিজের ১২তম শতরান রাহানের। কামিন্সের বলে চার মেরে শতরান করেন তিনি।তাঁকে যোগ্য সঙ্গত করছেন রবীন্দ্র জাদেজা। ৯৭ বল খেলে ৩৮ রান করেছেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেট হারিয়ে ২৭৭। অস্ট্রেলিয়ার থেকে ৮২ রানে এগিয়ে গেছে ভারতীয় দল।
আজ সকালে প্রথম দিকে শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা আত্মবিশ্বাসী হয়ে শুরু করেছিল। যদিও প্যাট কামিন্স ভারতীয় বোলিং লাইনআপে প্রথম আঘাত দেন। গিল কামিন্সের বলে ব্যক্তিগত ৪৫ রানে আউট হন। কামিন্সের বলে প্যাভিলিয়নে ফেরেন পূজারাও। দু’জনেরই ক্যাচ নেন উইকেটকিপার টিম পেন। এরপর দলের হাল ধরার চেষ্টা করে অজিঙ্কে রাহানে ও হনুমান বিহারী। যদিও ২১ রানের মাথায় বিহারী ক্যাচ আউট হয়ে যান নাথান লিয়নের বলে। এরপর ঋষভ পন্থ ২৯ রান করে আউট হন। আরও পড়ুন: Streaker Invades Ground During New Zealand vs Pakistan Test: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট ম্যাচে মাঠে নগ্ন হয়ে দর্শকের দৌড়! (ভিডিও)
এমনিতেই প্রথম টেস্টে হেরেছে ভারত। তাও আবার দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়ে। বদলা নেওয়ার পূর্ণ সুযোগ আছে মেলবোর্নে। অজিঙ্কে রাহানের বাহিনী সেটা পারে কি না এখন সেটাই দেখার।