কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। দুবাইয়ে অনুশীলন শেষে কুয়েত সিটিতে আয়োজকদের মুখোমুখি হবে ব্লু টাইগাররা। 'এ' গ্রুপে আরও রয়েছে আফগানিস্তান ও কাতার। ভারতের এরপর ২১ নভেম্বর কাতারের বিপক্ষে এবং আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে।এর ফলে ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া তৃতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল স্থান নিশ্চিত করবে। সম্প্রতি সাফ কাপের ফাইনালে কুয়েতের বিপক্ষে জয় পাওয়ায় ভারত অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে। আজ ১৬ নভেম্বর জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও কুয়েত। সাফ চ্যাম্পিয়নশিপে হারের পর থেকে কুয়েত একাধিক আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে খেলেছে। গত ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতে পরের ম্যাচে সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মরিয়া তারা। India Football Squad: ফিফা বাছাইপর্বের প্রথম ম্যাচের জন্য ভারতীয় ফুটবলের দল ঘোষণা
The journey to the FIFA World Cup starts tonight ⚽ 💥
Watch @indianfootball team in action against Kuwait as they kick off their qualifiers campaign, tonight at 10 PM, only on #SonySportsNetwork 📺#FIFAWCQualifier #TeamIndia #BlueTigers pic.twitter.com/4bP3ewxv8Q— Sony Sports Network (@SonySportsNetwk) November 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ?
১৬ নভেম্বর জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে (Jaber Al-Ahmad International Stadium) ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম কুয়েত।
কখন থেকে শুরু হবে ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ?
ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ?
সরাসরি টিভিতে ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ?
সরাসরি অনলাইনে ভারত বনাম কুয়েত, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব ম্যাচ দেখতে পাবেন সোনি লিভ (Sony-Liv) অ্যাপে।