German Naked Football: অবিশ্বাস্য! প্রতিবাদ করতে নগ্ন হয়ে ফুটবল খেলল জার্মানি
Naked Football (Photo Credit: Tribune/ X)

জার্মানির হার্নে শহরে ফুটবল বাণিজ্যিকীকরণের (Commercialisation) বিরুদ্ধে একটি অস্বাভাবিক প্রতিবাদ দেখা যায় যা পুরো ফুটবল দুনিয়াকে অবাক করে দিয়েছে। স্থানীয় সেই ফুটবল খেলায় একটি দল প্রতিবাদে সম্পূর্ণ নগ্ন হয়ে মাঠে আসে। এই অদ্ভুত প্রতিবাদ করা দলটির নাম পট্রিজিনেল অল স্টারস (Pottoriginale All Stars)। উল্লেখ্য, এটি জার্মানির কোনও পেশাদার দল নয়, এদের সব খেলায় হয় অপেশাদার স্তরে খেলে। ভাইরাল হওয়া এই ম্যাচের ছবিতে দেখা যায় তাদের খেলোয়াড়দের মধ্যে দুজন মহিলাও ছিলেন। সবচেয়ে মজার ব্যাপার শার্টের অনুপস্থিতিতে তারা শার্টের নম্বর কালি দিয়ে পিঠে লিখে মাঠে নামে। গেমের আয়োজকদের একজনকে উদ্ধৃত করে TRIBUNA নামক এক নিউজ পোর্টাল জানিয়েছে যে, ফুটবল একেবারে অসুস্থ, তাই এটাই তাঁদের লড়াইয়ের ধরন। এটি ফুটবল ইতিহাসের অংশ। জার্মানিতে এই ঘটনা নতুন নয় এর আগে ২০২০ সালেও এরকম ঘটনা সামনে আসে। Erling Haaland joins Clash of Clans: এবার 'ক্ল্যাশ অফ ক্ল্যানস' এ নয়া ভূমিকায় ম্যানচেস্টার তারকা এরলিং হ্যালান্ড

Naked Football (Photo Credit: Tribune/ X)

 

বাকি ছবি দেখতে ক্লিক করুণ এই লিঙ্কে