FIFA World Cup 2022 Qualifiers Online and Telecast Details: আজ ভরা যুবভারতীতে ভারত-বাংলাদেশ ম্যাচ, জানুন কীভাবে দেখবেন সরাসরি এই খেলা
সবাই দিকে সুনীল ছেত্রীর দিকে। (Photo Credits: Official Facebook Page)

কলকাতা, ১৫ অক্টোবর: India vs Bangladesh, FIFA World Cup Qualifiers 2022 Online and Telecast Details: আজ, মঙ্গলবার কলকাতায় ২০২২ ফিফা বিশ্বকাপ ও এশিয়া কাপের যোগ্যতাপর্বের ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। ইদানিং ক্রিকেটে ভারত-বাংলাদেশ ম্যাচ থাকলে উত্তেজনা চরমে ওঠে। ক্রিকেটের উত্তেজনা এবার ফুটবলেও। তবে ক্রিকেটের মত দু দেশের মধ্যে তিক্ততা নয়, বরং যুবভারতীতে ফুটবলের জয় দেখতে চলেছে সবাই। প্রায় কানায় কানায় ভরা যুবভারতীতে খেলতে নামবেন সুনীল ছেত্রীরা।

সুনীল ছেত্রীরা এই ম্য়াচে ফেভারিট হিসেবেই নামছেন। এশিয় চ্যাম্পিয়ন কাতারকে রুখে মনোবল তুঙ্গে ভারতের। যদিও দু ম্য়াচে এক পয়েন্ট পেয়ে ভারত এখন পয়েন্ট তালিকায় আছে চার নম্বরে। দুটো খেলে দুটোতেই হেরে পাঁচ দলের গ্রুপে সবার পিছনে বাংলাদেশ। আরও পড়ুন- আগামী ২৩ অক্টোবর বোর্ডের দায়িত্ব নিচ্ছেন সভাপতি সৌরভ গাঙ্গুলি

আসুন দেখে নেওয়া যাক কীভাবে, কোথায়, কটা থেকে সরাসরি দেখবেন এই ম্যাচ 

১) কোথায়, কটা থেকে শুরু হবে এই ম্যাচ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ভারত-বাংলাদেশ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্য়াচ ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ম্যাচ।

২) কীভাবে টিভিতে সরাসরি দেখবেন এই ম্যাচ

সন্ধ্যা ৭.৩০ থেকে সরাসরি স্টার স্পোর্টস থ্রি চ্য়ানেলে দেখুন

৩) লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে

হট স্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্য়াচ।

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের কোচ স্টিমাচ বললেন, দলের ফুটবলাররা ১০০ শতাংশ দিতে তৈরি। বাংলাদেশ ফুটবেলর অবস্থা বিশেষ ভাল না হলেও, ভারতের থেকে ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছনে থাকলে স্টিমাচ সতর্ক। দুটো ম্যাচ খেলে বাংলাদেশ দুটোই হেরেছে। আফগানিস্তান, কাতার দুটো ম্যাচেই হেরেছে জেমি ডে-র দল। তবে কাতারের বিরুদ্ধে লড়াইটা বাংলাদেশকে অনুপ্রেরণা জুগিয়েছে। ভারতকে বিনা লড়াইয়ে একটুও জমি ছাড়া হবে না বলে বাংলাদেশের কোচ জানিয়েছে।