প্রদীপ কুমার ব্যানার্জি , যিনি পি কে ব্যানার্জি নামে পরিচিত। পিকে ব্যানার্জি একজন প্রখ্যাত ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক। তিনি ৩৬ বার জাতীয় ম্যাচে ভারতের হয়ে খেলেছেন এবং ৬ বার ভারতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি জাতীয় স্তরে সর্বমোট ১৯ টি গোল করেছেন।
তিনি ভারতের হয়ে তিনটি এশিয়ান গেমস, যথা- টোকিওর ১৯৫৮ এশিয়ান গেমস, জাকার্তার ১৯৬২ এশিয়ান গেমস, যেখানে ভারত স্বর্ণপদক জয় করে এবং ব্যাংককে ১৯৬৬ এশিয়ান গেমসে অংশগ্রহণ করেন। তিনি মেলবোর্নে অনুষ্ঠিত ১৯৫৬ অলিম্পিকে ভারতীয় দলের হয়ে খেলেন। আর রোমে হওয়া ১৯৬০ অলিম্পিকে তিনি প্রতিনিধিত্ব করেন। ১৯৬৮ সালে অবসর নেন।
পি কে ব্যানার্জি ক্লাব কোচিং করেছেন । দুই দলকে অনেক ট্রফি এনে দিয়েছেন। জাতীয় দলের কোচ থাকাকালীন ১৯৭০ সালে ভারত এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল। তিনি ১৯৮৬ পর্যন্ত ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন।এরপর তিনি জামসেদপুরের টাটা ফুটবল একাডেমিতে যুক্ত হন।১৯৯১-১৯৯৭ পর্যন্ত সেখানকার টেকনিক্যাল ডিরেক্টর নিযুক্ত হন। ১৯৯৯ সালে তিনি আবার ভারতের জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন।
তিনি অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে একজন। ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন এবং আইএফএফএইচএস দ্বারা বিংশ শতকের একজন ভারতীয় ফুটবলার হিসেবে বিবেচিত হন। ২০০৪ সালে তিনি ফিফার সর্বোচ্চ পুরস্কার, অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হন।
২০২০ সালের ২০ মার্চ পিকে ব্যানার্জি কলকাতায় একটি হাসপাতালে মারা যান।
২৩ জুন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তির জন্মদিন।