ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ পশ্চিমবঙ্গ ও অসমে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ১৬ আগস্ট ডুরান্ড কাপের ১১ নম্বর দিনে মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি এবং পঞ্জাব এফসি। কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। Mohammed Habib Passed Away: ভারতীয় ফুটবল কিংবদন্তি মহম্মদ হাবিব যখন পেলের বিরুদ্ধে খেলেন, মহাপ্রয়াণে ফিরে দেখুন পুরাতন দিন
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কার্লেস কুয়াড্রাটের অধীনে প্রথম জয় নিশ্চিত করল ইস্টবেঙ্গল। শুধু দলগুলির মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে নয়, ইস্টবেঙ্গলের গ্রুপ শীর্ষে থাকার সুযোগে এবং কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার কারণে এই জয়টি অপরিসীম গুরুত্ব বহন করে। প্রথম খেলায় বাংলাদেশ আর্মি এফটি-র সাথে ২-২ গোলে ড্র করার পর দলটির জয়ের পর আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটি জয়ে মরিয়া ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছন্দ ধরে রাখতে চাইবে। অন্যদিকে, এই লিগের শুরু থেকেই হিমশিম খেতে হয়েছে পঞ্জাব এফসিকে। মোহনবাগানের বিরুদ্ধে ২-০ গোলে হারের পর বাংলাদেশ আর্মি এফটির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা। তবে আজ জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য পঞ্জাব এফসির এখনও সুযোগ রয়েছে, কারণ দ্বিতীয় স্থানে থাকা দুই সেরা দলই শেষ আটে যেতে পারে।
A virtual knockout 🆚 Punjab FC awaits us at the Kishore Bharati Krirangan this evening. The boys are 🆙 for the challenge! 👊
Watch the match LIVE on Sony Sports Ten 2 and Sony LIV. 📺#DurandCup #JoyEastBengal #EmamiEastBengal #EEBFCPFC pic.twitter.com/ZicGL1KUZ6
— East Bengal FC (@eastbengal_fc) August 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, ডুরান্ড কাপের ম্যাচ?
১৬ আগস্ট কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan Stadium, Kolkata) ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও পঞ্জাব এফসি।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, ডুরান্ড কাপের ম্যাচ?
ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।