রবিবার আইএসএলের (ISL 2023-24) গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal)। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের দশম স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল তাদের শেষ দুটি ম্যাচ হেরে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের সন্ধানে মরিয়া। কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা তাদের অ্যাওয়ে ম্যাচেও ছিল নিষ্প্রভ। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই হোম ম্যাচই হবে প্লে-অফের দৌড়ে নিজেদের পুনরুজ্জীবিত করার শেষ সুযোগ। গত ম্যাচে চতুর্থ হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে গেছেন মহম্মদ রাকিপ। অন্যদিকে, মোহনবাগান ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আইএসএল টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটির সঙ্গে পয়েন্ট সমান করার বিশাল সুযোগ মোহনবাগানের সামনে। এই মরসুমে মেরিনার্স দুর্দান্ত খেললেও ডুরান্ড ফাইনাল ছাড়া ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি তারা৷ কার্ড পেয়ে মিডফিল্ডার সাসপেন্ড হওয়ায় দীপক টাংরি আজ খেলতে পারবেন না। Kolkata Derby Ticket Controversy: মোহনবাগানের বয়কটের চাপে কলকাতা ডার্বির টিকিটের দাম বদল ইস্টবেঙ্গলের
𝐈𝐓’𝐒 𝐃𝐄𝐑𝐁𝐘 𝐃𝐀𝐘! ⚔️
Let’s put on our laal-holud shirts & show what #BangalPower is! See you at the VYBK, #AmagoFans! ❤️💛👋
Watch the #KolkataDerby live on JioCinema, Sports18, VH1 & DD Bangla! 📺#EBFCMBSG #JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/wt6RLHXqhV
— East Bengal FC (@eastbengal_fc) March 10, 2024
ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য দলঃ প্রভসুখন গিল, লালচুঙ্গনুঙ্গা, হিজাজি মাহের, মন্দার রাও দেশাই, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, ভিক্টর ভাজকেজ, সল ক্রেসপো, নওরেম মহেশ, নন্দ কুমার, ক্লিটন সিলভা।
মোহনবাগান সুপার জায়ান্টের সম্ভাব্য দলঃ বিশাল কাইথ, আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিস বোস, অনিরুদ্ধ থাপা, জনি কাউকো, মনবীর সিং, অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ, আরমান্ডো সাদিকু, দিমিত্রি পেত্রাতোস।
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
১০ মার্চ সল্টলেক স্টেডিয়ামে (Saltlake Stadium) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।