East Bengal FC vs ATK Mohan Bagan (Photo Credit: East Bengal History/ Twitter)

আজ ২৫ ফেব্রুয়ারি কলকাতা ডার্বির দ্বৈরথে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং এটিকে মোহনবাগান (ATK Mohan Bagan)। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Saltlake Stadium, Kolkata) ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকের জয় এটিকে মোহনবাগানকে শীর্ষ চারের স্থান নিশ্চিত করতে সাহায্য করবে। অন্যদিকে, আজকের জয়ে ইস্টবেঙ্গলের লিগে কোনো প্রভাব ফেলবেনা, জামশেদপুর এফসি-কে সরিয়ে নবম স্থানে উঠে আসতে পারবে তাঁরা। কলকাতায় ইন্ডিয়ান সুপার লিগে তাদের আগের সাক্ষাতে, হুগো বোউমাস ও মনবীর সিংহের গোলে ইস্টবেঙ্গলকে সহজেই হারিয়ে দেয় এটিকে মোহনবাগান।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল

কামালজিৎ সিং; মোহাম্মদ রাকিপ, লালচুংনুঙ্গা, চারালামবস কিরিয়াকোউ, জেরি লালরিনজুয়ালা; ভিপি সুহাইর, মোবাশির রহমান, জর্ডান ও'ডহার্টি, নাওরেম মহেশ সিং; জেক জার্ভিস, ক্লিটন সিলভা।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য দল

বিশাল কাইথ, আসিশ রাই, প্রীতম কোটাল, ব্রেন্ডন হামিল, সুমিত রাঠি, কার্ল ম্যাকহুগ, গ্লেন মার্টিন্স, ফেডেরিকো গ্যালেগো, মানবীর সিং, লিস্টন কোলাকো, দিমিত্রি পেট্রাটোস।

কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান?

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Saltlake Stadium, Kolkata) ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান?

ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।