১৭ ডিসেম্বর শনিবার ফিফা বিশ্বকাপ ২০২২-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোর (Morocco) মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। মরক্কোর লক্ষ্য প্রথম আফ্রিকান দেশ হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় স্থান অর্জন করা। অন্যদিকে ক্রোয়েশিয়া (Croatia) ম্যাচ জিতে নিজেদের অভিযান শেষ করার চেষ্টা করবে। সেমিফাইনালে ওঠার আগে দু'দলেরই ছিল দুরন্ত লড়াই। কাকতালীয়ভাবে, মরক্কো এবং ক্রোয়েশিয়া উভয়ই এফ গ্রুপে (Group F) ছিল যেখানে আফ্রিকান দেশটি গ্রুপে শীর্ষে ছিল এবং ক্রোয়েশিয়া দ্বিতীয় স্থানে ছিল। সেমিফাইনালে মরক্কো ফ্রান্সের কাছে হেরে যায় এবং ক্রোয়েশিয়ার দৌড় শেষ হয়ে যায় আর্জেন্টিনার কাছে। এই ম্যাচে ২০১৮ সালের রানার-আপ ক্রোয়েশিয়ায় লুকা মদ্রিচ (Luka Modric) ও ইভান পেরিসিচকে (Ivan Perisic) প্রধান খেলোয়াড়, অন্যদিকে আচরাফ হাকিমি (Achraf Hakimi), হাকিম জিয়াচ (Hakim Ziyech) ও ইউসেফ এন-নেসিরির (Youssef En-Nesyri) প্রতিভার ওপর ভরসা রাখবে মরক্কো। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়া ১২ নম্বরে এবং মরক্কো ২২ নম্বরে রয়েছে, কিন্তু মরক্কো স্পেন ও বেলজিয়ামের মতো দলকে হারাতে পারলে ক্রোয়েশিয়াকে তাদের সেরা খেলাটা দেখাতে হবে।
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া (Croatia) বনাম মরক্কো (Morocco)তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ?
১৭ ডিসেম্বর কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে (Khalifa International Stadium) ক্রোয়েশিয়া-মরক্কোর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ক্রোয়েশিয়া (Croatia) বনাম মরক্কো (Morocco) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখুন জিও সিনেমা অ্যাপে। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
Repeat of 1998 for @HNS_CFF or historic finish for @EnMaroc? 🥉
Find out what will happen in #CROMAR, 8:30 pm onwards, LIVE on #JioCinema & #Sports18 📺📲
Presented by @Mahindra_Auto#Qatar2022 #FIFAWorldCup #FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/enexkh4tpY
— JioCinema (@JioCinema) December 17, 2022