নতুন বছর ও জুভেন্টাসের হয়ে প্রথম হ্যাটট্রিক এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বুট থেকে। ক্লাব তথা দেশের হয়ে সার্বিকভাবে রোনাল্ডোর হ্যাটট্রিক সংখ্যা দাঁড়াল ৫৬৷ আন্তর্জাতিক ম্যাচে (International Match) রোনাল্ডো মোট ৯টি হ্যাটট্রিক করেছেন৷ কাগলিয়ারির বিরুদ্ধে গোলের সুবাদে রোনাল্ডো আরও একটি রেকর্ড গড়েন৷ একমাত্র ফুটবলার হিসাবে ইউরোপের সেরা পাঁচ লিগে টানা ১৮ বছর অন্তত ১টি গোল করার নজির গড়েন সিআর সেভেন৷ জুভেন্টাসকে ২০২০-র প্রথম জয় উপহার দেওয়ার পাশাপাশি দলকে সিরি এ লিগ তালিকার দ্বিতীয় স্থানে তুললেন সিআর সেভেন। তাঁর হ্যাটট্রিককে হাতিয়ার বানিয়ে চলতি বছর এখনও পর্যন্ত গোলশূণ্য লিওনেল মেসিকে খোঁচা দিলেন রোনাল্ডো ফ্যানরা।
কাগলিয়ারির বিরুদ্ধে সিরি এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন বছর ও জুভেন্তাসের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল দেন তিনি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল দেন সিআর সেভেন। ম্যাচের ৮২ মিনিটে রোনাল্ডোর বুট থেকে তৃতীয় গোলটি আসে। জুভেন্তাসের হয়ে হ্যাটট্রিক করে কার্যত ধরা-ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো লিগে এটি তাঁর ৩৬তম হ্যাটট্রিক। সিরি এ-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কাগলিয়ারিকে ৪-০ গোলে হারিয়েছে জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তিন গোল ছাড়া জয়ী দলের হয়ে গোল করেছেন আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। এই জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি ইউরো লিগে ৩২টি হ্যাটট্রিক করেছেন। নতুন বছরে (New Year) বার্সেলোনার হয়ে এখনও গোল পাননি আর্জেন্টাইন তারকা। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিন গোল (Goal) দেওয়ায় তাঁর চির প্রতিদ্বন্দ্বী তথা ছ'বারের ব্যালন ডি'অর জয়ীকে খোঁচা দিতে ছাড়েননি সিআর সেভেন-র ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রব, রোনাল্ডো ৩, মেসি শূণ্য! আরও পড়ুন: I-League 2019–20: রিয়েল কাশ্মীরকে ২-০ গোলে হারিয়ে আই লিগের শীর্ষে মোহনবাগান
লিগের ম্যাচে এমন দাপুটে জয়ের সুবাদে জুভেন্তাস ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়নশিপের (Championship) দৌড়ে সাপ-লুডোর লড়াই জারি। এদিকে, নতুন শতকে (New Decade) সিআর সেভেন গড়ে ফেলেন অনবদ্য এক নজির৷ ক্রিশ্চিয়ানোর আগে একবিংশ শতকে এই নজির আছে শুধু অ্যালেক্সিস স্যাঞ্চেজের৷ সিরি-এ’তে তিনি হ্যাটট্রিক করেন উদিনেসের হয়ে৷ এছাড়া লা লিগায় বার্সেলোনা এবং প্রিমিয়র লিগে আর্সেনালের জার্সিতে হ্যাটট্রিক রয়েছে স্যাঞ্চেজের৷ রোনাল্ডো ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লা লিগায় রিয়াল মাদ্রিদ ও সিরি এ’তে জুভেন্তাসের হয়ে হ্যাটট্রিক করলেন৷ ২০০৮ সালের পর থেকে ইউরোপের (Europe) পাঁচটি সেরা লিগে এমন নজির আর কারও নেই৷ লিগের ম্যাচে ১৬টি হ্যাটট্রিক করা সুয়ারেজ রয়েছেন তিন নম্বরে৷