চেলসি বনাম বোর্নমাউথের হাড্ডাহাড্ডি লড়াই (Photo Credits : Getty Images)

Chelsea vs Bournemouth, Premier League 2019–20 Free Live Streaming Online: চলছে ইংলিশ প্রেমিয়র লীগ ( English Premier League 2019–20)। আজ মুখোমুখি হবে চেলসি বনাম বোর্নমাউথ (Chelsea vs Bournemouth)। স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্বস্তিতেই সময় কাটাচ্ছে ব্লুজ। এর আগে গত ৭ ডিসেম্বর মুখোমুখি হয়েছিল এভারটন বনাম চেলসি। অন্যদিকে লিভারপুলের মুখোমুখি হয়েছিল বোর্নমাউথ। আজ রয়েছে চেলসি বনাম বোর্নমাউথের ম্যাচ।

শিরোপার দিকে ক্রমেই ছুটে চলেছে লিভারপুল। প্রেমিয়ার লীগে গত শনিবারের ম্যাচেও (Match) বড় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও শক্ত করেছে লিভারপুল। বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে প্রথম প্রেমিয়ার লীগ শিরপার আরও কাছে চলে গিয়েছে জুর্গেন ক্লপের দল। এবারের প্রেমিয়ার লিগে গত শনিবার নিজেদের ১৬ তম ম্যাচে নেমেছিল লিভারপুল। শুরুটা দারুণভাবে হলেও পরে গোল পেতে প্রথমার্ধের অনেকটা সময় লেগে যায় ক্লপের শিষ্যদের। প্রথম সফলতা আসে খেলা শুরুর ৩৫ মিনিটের মাথায়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহুর্তে ব্যবধান দ্বিগুণ করেন কেইটা। ডি-বক্সের ভিতর তিনজনকে কাটিয়ে বল কেইটাকে পাস করেন সালাহ। বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই গোল করে ব্যবধান বাড়ান সালাহ। খেলার ৫৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পান কেইটা। কিন্তু তিনি নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন সালাহর জন্য। বল পেয়ে ভুল করেননি তিনি। বাকি সময় আর গোল না হওয়ায় ৩-০ গোলের (Goal) জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। টানা ১৬ ম্যাচ অপরাজিত আছে লিভারপুল। শুধুমাত্র একটি ম্যাচ ড্র করে লিভারপুলের পয়েন্ট ৪৬। ৯ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় কেন-সনরা। এরপর ৩২ মিনিটে চলতি মরশুমের অন্যতম সেরা গোলটি করেন হিউন-মিন সন। প্রথমার্ধের আগেই প্রতিপক্ষের জালে ৩ বার বল জড়িয়ে বিরতিতে যায় নর্থ লন্ডনের ক্লাব। এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন হ্যারি কেন। ৭৪ মিনিটে মুসা সিসিকে গোল পেলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় স্পারদের। আরও পড়ুন: Dhaka Platoon vs Sylhet Thunder, BPL 2019-20 Live Streaming: এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচার

জানুন কখন কোথায় দেখবেন ম্যাচ?

আজ শনিবার সন্ধ্যে সাড়ে আটটায় রয়েছে ম্যাচ। দক্ষিণ-পশ্চিম লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ।

কোন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে ম্যাচের?

ইংলিশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস।

অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?

হটস্টারে লাইভ দেখা যাবে ম্যাচ। এছাড়াও আপনি নজর রাখতে পারেন লেটেস্টলি-র সাইটে।