Brazil vs Serbia, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
Neymar. (Photo Credits; Instagram)

সব অপেক্ষার শেষ। কাতারে এবার মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। নেইমার (Neymar)-রা এবার কাতারে বিশ্বকাপ (Qatar World Cup 2022) জয়ের ব্যাপারে হট ফেভারিট। অপ্রতিরোধ্য ফর্মে থেকে তিতের দল নামছে কাতারে। ২০ বছর পর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্রাজিলের সামনে ইউরোপের দেশ সার্বিয়া (Serbia)। যে সার্বিয়া বাছাই পর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হারিয়ে কাতারের টিকিট কেটেছিল। গত বিশ্বাকপেও ব্রাজিলের গ্রুপে ছিল সার্বিয়া। রাশিয়া বিশ্বকাপে সেই ম্যাচ যুগোস্লোভিকিয়া ভেঙে তৈরি হওয়া সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

আর্জেন্টিনা, জার্মানি প্রথম ম্যাচে বড় অঘটনের মুখে পড়েছে। ফলে ব্রাজিলের ম্যাচের দিকে অঘটনের বিষয়ে একটা আলাদা নজর থাকছে। খাতায় কলমে দারুণ শক্তিশালী তিতের দল। সার্বিয়া চাইছ পুরো ৯০ মিনিটে নিজেদের উজাড় করে লড়াই করতে। ব্রাজিলে তারকার ছড়াছড়ি, তবু সবার নজর নেইমারের দিকে। পেলে, রোনাল্ডোদের দেশে নেইমার বেশ কয়েক বছর ধরে বড় তারকা। দেশকে অলিম্পিক সোনা এনে দিয়েছেন, কিন্তু বিশ্বকাপের মঞ্চে বারবার ব্যর্থ হয়েছে, নেইমারের কাছে কাতার বিশ্বকাপ তাই ডু অর ডাই। ১৯৫৮ থেকে ১৯৭০-র মধ্যে ব্রাজিল তিনবার বিশ্বকাপ জিতেছিল। আরও পড়ুন-

অপ্রতিরোধ্য সোমারে অনবদ্য জয় সুইসদের, আফ্রিকান দেশদের এখনও গোল নেই

১৯৭০-র পর ব্রাজিলকে বিশ্বকাপ জিততে অপেক্ষা করতে হয় ২৪টা বছর। তারপর ৮ বছরের মধ্যে বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আমেরিকার সুপার পাওয়ার দেশ। কিন্তু গত চারটে বিশ্বকাপে ব্রাজিল কাপ জেতা তো দূরের কথা, কখনও ফাইনালে উঠতে পারেনি। গত বিশ্বকাপে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে ১-২ গোলে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল।

আসুন দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন

কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে ব্রাজিল (Brazil) বনাম সার্বিয়া (Serbia) ম্যাচ?

When, Where, and How to Watch Brazil vs Serbia Match Live?

শুক্রবার রাতে ২৫ নভেম্বর লুজেইল স্টেডিয়ামে গ্রুপ জি-এর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল- সার্বিয়া।

কখন থেকে শুরু হবে ব্রাজিল (Brazil)বনাম সার্বিয়া ( Serbia) ম্যাচ?

ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।