২৮ ডিসেম্বর বুধবার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুই দলই প্লে-অফে খেলার জন্য তিন পয়েন্ট পেতে মরিয়া। শনিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United) বিরুদ্ধে শেষ ম্যাচে হেরেছে স্বাগতিকরা। তবে শেষ ম্যাচে হারের আগে আগের ছয় ম্যাচের চারটিতেই জয় পেয়েছে হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) দল। দিমিত্রি পেট্রাটোস (Dimitri Petratos), হুগো বোউমাস (Hugo Boumous), লিস্টন কোলাকোর (Liston Colaco) মতো খেলোয়াড় থাকায় তাদের হাতে যথেষ্ট অস্ত্র আছে। এটিকে মোহনবাগানের মতো এফসি গোয়াও ২০২২-২৩ আইএসএল অভিযানে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি। গত বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) সঙ্গে ২-২ ড্র করে তাঁরা। চলতি বছরের শুরুতে এটিকে মোহনবাগানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল কার্লোস পেনার (Carlos Pena) দল। এটিকে মোহনবাগান এই ম্যাচে ফেভারিট হলেও এফসি গোয়া তাদের ফরোয়ার্ডদের নিয়ে সমস্যা তৈরি করার ক্ষমতা রাখে।
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া?
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া?
ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
The ⚔️ for the playoff spots is ? up and just 1⃣ point separates these ? sides. ?
#ATKMohunBagan or #FCG - who will have the last laugh when #ATKMBFCG ends?
#HeroISL | #LetsFootball | Tonight, 7 PM | Star Sports 1/1HD/3/1 Hindi/1HD Hindi/Disney+Hotstar & Jio TV pic.twitter.com/dI0lxIdcTM
— Star Sports Football (@StarFootball) December 28, 2022