আজ ৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের জন্য হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে (G.M.C Balayogi Athletic Stadium) যাবে এটিকে মোহনবাগান এফসি। হিরো ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে হুয়ান ফেরান্ডোর দল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হায়দরাবাদের ভরসা হুগো বোউমাস ও দিমিত্রি পেট্রাটোস। গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির কাছে ২-৩ গোলে হেরেছিল মেরিনার্স। গোলকিপার বিশাল কাইথ ও উইঙ্গার আশিক কুরুনিয়ানকে নিয়ে সংশয় রয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে এই দু'জন শুরু না করলে সফরকারীরা কী ফল করে, সেটাই এখন দেখার।
Here's a quick recap of the showdown between HFC and ATKMB. Who will come out on top this time? 🔥
Don’t forget to tune-in, 7 PM onwards, only on Star Sports Network and Disney+Hotstar.#HeroISL #LetsFootball #HFCATKMB pic.twitter.com/WkrmzeTeUi
— Star Sports Football (@StarFootball) March 9, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি সেমিফাইনাল লেগ-১?
হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে (G.M.C Balayogi Athletic Stadium) এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি সেমিফাইনাল লেগ-১-এর ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি সেমিফাইনাল লেগ-১?
ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি সেমিফাইনাল লেগ-১-এর ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।