Argentina (ছবি:ফেসবুক)

কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২-এ (FIFA World Cup 2022) খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা (Argentina)। মঙ্গলবার সান জুয়ানে বাছাই পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের (Brazil) সঙ্গে গোলশূন্য ড্র করেছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। ব্রাজিল ইতিমধ্যেই মূল পর্ব উঠে গিয়েছে। উরুগুয়ে ও চিলি হেরে যাওয়ার কারণেই মূল পর্বে উঠতে পেরেছে আর্জেন্টিনা। তাও আবার টানা ২৭ ম্যাচে অপরাজিত থেকে। এনিয়ে টানা ১৩ বার আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ব্রাজিলকে হারালে অতি সহজেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। পয়েন্ট ভাগাভাগি করায় আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের এক ঘণ্টা পর শেষ হয় ইকুয়েডর ও চিলির ম্যাচ। ওই ম্যাচে চিলি ০-২ গোলে হেরে যাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়।

এই বছরটা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির জন্য একটি দুর্দান্ত বছর। গত জুলাই মাসে রিও ডি জেনিরোর আইকনিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।

বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে নিজেদের যোগ্যতা নিশ্চিত করেছে ব্রাজিল।