Tie Breaker Hero Emiliano Martínez. (Photo Credits: X)

আরও একবার আর্জেন্টিনা (Argentina)-র ত্রাতার ভূমিকায় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। আরও একবার লিওনেল মেসি (Lionel Messi)-কে বাঁচিয়ে দিলেন দিবু। কোপা আমেরিকা (Copa America 2024)-এর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর (Ecuador)-এর বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত ১-০ এগিয়ে থেকেও, খেলার একেবারে শেষে মেসিরা গোল খাওয়ায় টাইব্রেকারে ফয়সালা হয় ম্যাচের। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। টাইব্রেকারে অনবদ্য দুটি সেভ করে দেশকে সেমিফাইনালে তোলেন মেসির প্রিয় দিবু। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল কানাডা অথবা ভেনুজুয়েলা।

মেসি দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে এসে মিস করেন। চাপে পড়ে যায় আর্জেন্টিনা। মেসির প্যানেককা শট বারপোস্টে লেগে চলে যায় ওপরে। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমি মার্টিনেজ। দেশকে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইব্রেকারে জেতানোটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন এমি মার্টিনেজ। ২০২১ কোপা আমেরিকার সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়ার বিপক্ষে তিন তিনটি পেনাল্টি রুখে দিয়ে দেশকে জিতিয়েছিলেন মার্চিনেজ। এরপর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর তারপর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জেতায় এমি মার্টিনেজের বিশ্বস্ত হাত। জাতীয় দলে মেসির চরম সাফল্যের পিছনে মার্টিনেজের হাত দুটিই সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছে।

দেখুন ভিডিয়ো

এদিন চোট সারিয়ে মেসি শুরু থেকেই খেলছিলেন। আর্জেন্টিনার দাপট শুরু থেকেই ছিল। ম্যাচের ৩৫ মিনিটে লিসেন্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর আর্জেন্টিনা গোল করার আরও বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু দ্বিতীয় গোলটি আসছিল না। তখন অনেকেই ভেবেছিলেন আর্জেন্টিনা সহজেই সেমিফাইনালে উঠে যাবে। কিন্তু বিক্ষিপ্ত সুযোগ পেয়ে ইকুয়েডেরের আক্রমণে একটা বিপজ্জনক গন্ধ ছিল।

দেখুন খবরটি

খেলার একেবারে শেষের দিকে ইনুজুরি টাইমে কেভিন রডরিগেজের গোলে ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। কোপায় নক আউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা শেষ হলে এক্সট্রা টাইমের নিয়ম নেই, সরাসরি হয় টাইব্রেকারে। তাই নির্ধারিত সময়ে খেলা শেষের পরই সরাসরি টাইব্রেকারে খেলার ফয়সালা হবে। লিগের শেষ খেলা পেরুর বিরুদ্ধে উরুর পেশিতে চোট থাকায় খেলতে পারেননি মেসি। এদিক চোট সারিয়ে নামলেন, ঝলকও দেখালেন, তবে এখনও সেই পুরনো ছন্দ পাননি।

গতবার কোপার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। ব্রাজিল গ্রুপের খেলায় তিনটি খেলে দুটিতে ড্র করায় দ্বিতীয় হয়ে কোনওরকমে শেষ আটে উঠেছে।