Anwar Ali (Photo Credit: MBSG/ X)

ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে শিরোনামের নিস্তেজ মুহূর্ত বলে যেন কিছু নেই। সম্প্রতি মোহনবাগান এসজি (Mohun Bagan SG) তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির (East Bengal) খপ্পর থেকে অপুইয়া রালতেকে মুম্বই সিটি থেকে আনতে সক্ষম হতেই ফের ট্রান্সফার নিয়ে গত কয়েকদিন ধরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন রিপোর্টের খবর অনুসারে, পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান এসজি-তে লোনে খেলতে আসা ভারতের সেন্টার-ব্যাক আনোয়ার আলিকে (Anwar Ali) পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তার পর থেকে আরও অনেক রিপোর্ট সামনে এসেছে তখন এই দাবিকে সমর্থন করেছে। তবে কলকাতা ময়দানের এই নাটকীয় অদলবদল আনোয়ারের বদলি যথেষ্ট জটিলতায় ভরা। গত গ্রীষ্মে, ২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক মোহনবাগান সুপার জায়ান্টের সাথে চার বছরের ধারের চুক্তি স্বাক্ষর করেছিলেন। Viral Video: ব্রাজিলে যুব ফুটবল খেলা চলাকালীন তর্কাতর্কি, গোলরক্ষককে পায়ে গুলি করল পুলিশ অফিসার (দেখুন ভিডিও)

কি ঘটেছে?

তবে, ২০২২ সালের মার্চ মাসে ফিফার অনুমোদিত একটি নতুন নিয়ন্ত্রক কাঠামোর ভিত্তিতে, কোনও খেলোয়াড়কে এক বছরের বেশি সময় ধরে লোনে দেওয়া যাবে না। এই বিষয়ে আনোয়ার মেরিনার্সকে তার মূল ক্লাবে ফিরে আসার বিষয়ে আগে থেকেই জানিয়ে রাখেন। তবে সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে, এই খেলোয়াড় এখন স্থায়ীভাবে দলবদল করতে চান। তবে ফিফার সর্বশেষ নিয়ম এখনও শুধু আন্তর্জাতিক ট্রান্সফারের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া খেলোয়াড়দের লোনের ক্ষেত্রে স্ট্যাটাস ও ট্রান্সফার নিয়ে এআইএফএফের নিজস্ব নিয়ম রয়েছে। সর্বভারতীয় ফুটবলে আরএসটিপিতে এখনও পর্যন্ত লোনের চুক্তির সর্বোচ্চ সময়কাল নেই।

কি হতে চলেছে?

এআইএফএফ নিয়ম সংশোধন করলেও (২০২৫ সালের জুন পর্যন্ত) আগের চুক্তিগুলি বৈধ হবে। এবার যদি এআইএফএফ ২০২৫ সালের আগে বা জুনে ফিফার গাইডলাইন অনুসরণ করে তাদের লোনের আইন সংশোধন করে, তবে আনোয়ার আলীর মেরিনার্সে যাওয়ার বিষয়টি বৈধ থাকবে, যেমনটি সংশোধনীর আগে স্বাক্ষরিত হয়েছিল। তবে কিছু রিপোর্টে যুক্তি দেওয়া হয়েছে যে এরকম হলে আনোয়ারের সঙ্গে মোহনবাগানকে তার লোন শেষ করতে বাধ্য করবে। আপাতত ইস্টবেঙ্গল এফসির সঙ্গে আনোয়ার আলির চুক্তি রয়েছে এবং একবার আনুষ্ঠানিক ঘোষণা এলে তিনি লাল-হলুদ ব্রিগেডের অংশ হয়ে যাবেন। তবে এই পদক্ষেপ নিয়ে প্রচুর অনিশ্চয়তা রয়েছে।

দিল্লি এফসি ও মোহনবাগান এসজির মধ্যে লোনের চুক্তি এআইএফএফ মেনে নিলে তবেই ইস্টবেঙ্গলের যেতে পারবেন আনোয়ার। সম্ভবত তিন বছর বাকি থাকতে খেলোয়াড় একতরফাভাবে চুক্তি ভঙ্গ করেছে যদি এই আরোপে মোহনবাগান ট্রান্সফার আটকে দেয় তবে আনোয়ার এবং দিল্লি এফসি ফেডারেশনের দ্বারস্থ হবে। এরপর বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে (পিএসসি) তোলা হবে। যদি কোনো পক্ষই এই রায়ে অসন্তুষ্ট হয়, তাহলে তারা বিষয়টি ফিফার ফুটবল ট্রাইব্যুনাল এবং শেষ পর্যন্ত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) নিয়ে যেতে পারে।

তবে যতক্ষণ আইনি লড়াই চলবে, ততক্ষণ এটি আনোয়ার আলি, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এফসির জন্য সমস্যা তৈরি করবে। কারণ ডিফেন্ডারকে দলে নিতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের ব্যাপারও রয়েছে।