Football
Chuni Goswami Passes Away: প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী
Sanjoy Patraপ্রয়াত হলন কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ISL: মোহনবাগানকে বিদায় জানিয়ে কেরালা ব্লাস্টার্সের কোচ হলেন কিবু ভিকুনা
Sanjoy Patraপরের মরশুমের জন্য কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলের কোচ নিযুক্ত হলেন কিবু ভিকুনা (Kibu Vicuña)। মোহনবাগানের (Mohunbagan) আই লিগ জয়ী কোচ কেরালাতে পা রাখলেন। বুধবার সকালেই প্রাক্তন কোচ এলকো শাতোরির সঙ্গে চুক্তি ভঙ্গ করে কেরালা। সন্ধ্যাতেই কেরালা নতুন কোচ হিসেবে কিবুর নাম ঘোষণা করে দেয় ফ্রাঞ্চাইজি দলটি। ফলে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেও বিদায় নিতে হচ্ছে স্প্যানিশ কোচকে।আই লিগ জয়ের নায়ক বেইতিয়ারও কেরালায় যোগদান শুধু সময়ের অপেক্ষা।
I-League: আই লিগের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত শনিবার, জানাল AIFF
Sanjoy Patraআই লিগের (I-League) ভবিষ্যত নিয়ে শনিবার সিদ্ধান্ত নেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation)। করোনাভাইরাসের (COVID-19 pandemic) কারণে ২৮ ম্যাচ বাকি থাকতেই আই-লিগ স্থগিত করা হয়েছিল। এরই মধ্যে মোহনবাগান তাদের দ্বিতীয় খেতাব জিতে নিয়েছে। এআইএফএফ-র এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, "আমাদের কাছে আই-লিগ পরিচালনা করার সময় নেই। এটি বাতিল হওয়া এখন নিশ্চিত। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে।"
Balwant Singh: ২ বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বলবন্ত সিং
Sanjoy Patraআই লিগ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার মধ্যেই দলবদল ময়দানে। আগামী মরশুমের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। মোহনবাগানের গোলকিপার শংকর রায়, উমেদ সিংয়ের পর এবার ভারতীয় স্ট্রাইকার বলবন্ত সিং-র (Balwant Singh) সঙ্গে চুক্তি করে ফেলল লাল-হলুদ শিবির। জেসিটি, সালগাওকর, চার্চিল ব্রাদার্স ও মোহনবাগানের জার্সিতে গোলের পর গোল করা বলবন্ত আইএসএল (ISL)-র ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়িন ও এটিকে-র হয়েও খেলেছেন। এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে (ATK)।
Paolo Maldini Test Positive For Coronavirus: করোনাভাইরাসে আক্রান্ত ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি
Sanjoy Patraইতালির (Italy) কিংবদন্তি ফুটবলার ও বর্তমানে এসি মিলানের (AC Milan) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি (Paolo Maldini) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসে টেস্টে পজিটিভ হয়েছেন মালদিনির ছেলে ড্যানিয়েলও। যিনি বর্তমানে এসি মিলানের ফুটবলার। দু'জনকেই আপাতত নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।
PK Banerjee Passes Away: প্রয়াত কিংবদন্তী ফুটবলার পিকে ব্যানার্জি
Sanjoy Patraপ্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার (Football legend) পিকে ব্যানার্জি (PK Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বেশ কয়েকদিন ধরেই তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পিকে। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে।
Spanish Football Coach Dies Due To Coronavirus: করোনার থাবা কাড়ল প্রাণ, প্রয়াত বছর একুশের ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া
Shammi Hudaকরোনার থাবায় প্রাণ হারালেন স্পেনের ২১ বছর বয়সী ফুটবল কোচ (Spanish Football Coach)। মারণ ভাইরাসের পাশাপাশি লিকোমিয়ায় ভুগছিলেন কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। তিনি স্পেনের মালাগার অ্যাথলেটিকো পোর্তাদা আলটার ফুটবল কোচ। বয়স কম হওয়ার কারণে, সবাই ধরে নিয়েছিল করোনার সঙ্গে লড়াই করে টিকে যাবেন গার্সিয়া। কিন্তু হাসাপাতালে আনার পর দেখা গেলো তিনি লিউকোমিয়ায়ও আক্রান্ত। এরপর ডাক্তাররা অনেক চেষ্টার পরও রক্ষা করতে পারলেন না তাঁর জীবন। চিকিৎসকদের দাবি, লিউকোমিয়ায় আক্রান্ত না হলে হয়তো বেঁচে যেতেন গার্সিয়া। এরপরেই করোনা আতঙ্ক আরও চেপে বসেছে মানুষের মনে। তথ্য বলছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ফ্রান্সিসকো সবথেকে কম বয়সী।
Footballer P.K. Banerjee's Health Condition Deteriorates: সংকটে কিংবদন্তী ফুটবলার পিকে ব্যানার্জি, ভরসা দিচ্ছেন না চিকিৎসকরা
Shammi Hudaগত ৭ ফেব্রুয়ারি থেকে ইএম বাইপাস লাগোয়া মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি আছে কিংবদন্তী ফুটবলার ও কোচ প্রদীপ কুমার ব্যানার্জি (P.K. Banerjee)। সোমবার সন্ধ্যা থেকে আচমকাই তাঁর শারীরিক অবস্থা কারাপ হতে থাকে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পিকে, বুঝতে পেরেই তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরিবার পরিজনদেরও বিষয়টি জানানো হয়েছে। এতকিছুর পরেও যে মেডিক্যাল বোর্ডে থাকা পিকে-র চিকিৎসকরা হাল ছাড়েননি। তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পিকের শারীরিক অবস্থার খবর পেয়ে হাসপাতালে যান তাঁর ভাই তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বসু। ফুটবলারের শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
Cristiano Ronaldo: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বড় পদক্ষেপ নিলেন এই ফুটবলার
Sanjoy Patraফুটবল বিশ্বে নতুন এক নজির সৃষ্টি করলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগালের লিসবন এবং মাদেইরাতে রোনাল্ডোর দুটি পেস্তানা হোটেল (Pestana CR7 Hotels) রয়েছে। করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তদের চিকিৎসার জন্য ওই দুটি হোটেলকে এবার অস্থায়ী হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পেন ও ইতালির কয়েকটি শীর্ষ দৈনিক জানিয়েছে, নিজের দুটি বিলাসবহুল হোটেল অস্থায়ীভাবে হাসপাতালে রূপান্তরিত করার জন্য নির্দেশ দিয়েছেন জুভেন্টাসের তারকা। এর আগে কোনও ফুটবলার এমন উদ্যোগ নিয়েছেন কি না বলা মুশকিল।
ISL 2019–20: চেন্নাইকে হারিয়ে তৃতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন এটিকে
Sanjoy Patraতৃতীয়বার আইএসএল (ISL 2019–20) চ্যাম্পিয়ন হল এটিকে (ATK)। চেন্নাইন এফসি (Chennaiyin FC) কে ৩-১ গোলে হারাল তারা। আজ করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসি এবং এটিকে। খেলা শুরুর ১০ মিনিটেই জাভি হার্নান্দেজের (Javi Hernandez) দুরন্ত গোলে এগিয়ে যায় এটিকে। সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় চেন্নাই। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে কলকাতা।
ATK FC vs Chennaiyin FC, ISL 2019–20 Final Live Streaming: আইএসএল ফাইনালে মুখোমুখি এটিকে আর চেন্নাইয়ন এফসি, জানুন কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচের লাইভ টেলিকাস্ট?
Sanjoy PatraISL 2019–20 Final -গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ষষ্ঠ আইএসএলের ফাইনালে মুখোমুখি হবে এটিকে আর চেন্নাইয়ন এফসি (ATK FC vs Chennaiyin FC)। দুটি টিমই দু'বার করে চ্যাম্পিয়ন হয়েছে। আর যখনই তারা ফাইনালে উঠেছে, তখনই চ্যাম্পিয়ন হয়েছে তারা। করোনাভাইরাসের আতঙ্কের জন্য দর্শকশূন্য গ্যালারিতে খেলা হবে। দর্শকহীন গ্যালারিতে রয় কৃষ্ণা কিংবা নেরিজাস ভালকিসরা নিজেদের কতটা উদ্দীপ্ত হতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। মাঠে থাকবেন না টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গাঙ্গুলি, উৎসব পারেখরা। একইভাবে চেন্নাই টিমের মালিক অভিষেক বচ্চন কিংবা ভিটা দানিরাও থাকতে পারছেন না।
Dumurjala Stadium To Be Named After Sailen Manna: হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নাম বদলে হচ্ছে ফুটবলার শৈলেন মান্নার নামে, ঘোষণা মমতা ব্যানার্জির
Sanjoy Patraহাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের (Dumurjala Stadium) নাম বদলে হচ্ছে ফুটবলার শৈলেন মান্নার নামে (Footballer Sailen Manna)। সেই জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হল রাজ্য সরকারের ‘খেলরত্ন’ পুরস্কার অনুষ্ঠান। ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। আজ মোহনবাগানকে ক্লাবকে আই লিগ জয়ের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি শতবর্ষে পদার্পণের জন্য ইস্টবেঙ্গল ক্লাবকেও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
Indian Super League 2019-20: ফাঁকা মাঠে হবে আইএসএল ফাইনাল
Sanjoy Patraকরোনাভাইরাসের প্রভাব পড়ল ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League 2019-20) ফাইনালে। দর্শক শূন্য মাঠে খেলা হবে ফাইনাল। ১৪ মার্চ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ( Jawaharlal Nehru Stadium) আইএসএলের (ISL) ফাইনালে মুখোমুখি হবে এটিকে (ATK FC) ও চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)। তবে মাঠে কোনও দর্শক থাকবে না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে সুব্রত দত্ত এই বিষয়টি নিশ্চিত করেছেন।
I-League Champion Mohun Bagan: আই-লিগ জয় মোহনবাগানের, সবুজ-মেরুন আবিরে দিনের শেষে রং মাখল সমর্থকরা
Madhurima Devসবুজ-মেরুনের জয় জয়কার। কল্যাণীতে আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই জয় মোহনবাগানের (Mohun Bagan)। তিনবার জাতীয় লিগ জয়ের পর দ্বিতীয়বার আই লিগ (I-League) ঘরে তুলল সবুজ মেরুন ব্রিগেড। আজ আইজলকে হারালেই ২০১৪-১৫ মরশুমের পর আবার মোহনবাগানের হাত ধরে আই আই লিগ আসবে বাংলায়, সেটা নিশ্চিত ছিল। তাই সবুজ-মেরুন আবির মেখে আই লিগ ট্রফির রেপ্লিকা, ঢাক-ঢোল নিয়ে উত্সবের প্রস্তুতি আগে থেকেই তৈরি ছিল।
PK Banerjee’s Condition Stable: কিংবদন্তী ফুটবলার পিকে ব্যানার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালো বিশেষজ্ঞ চিকিৎসকের কমিটি
Shammi Hudaভাল আছেন প্রাক্তন ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জি (PK Banerjee)। গত সাত ফেব্রুয়ারি নিউমোনিয়া, ডিমনেশিয়া ও পার্কিনসনস ও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বেশ কয়েকব মৃত্যুর গুজবও উঠেছে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যুর সঙ্গে স্পোর্টসম্যান স্পিরিটে লড়াই চালিয়ে এখন অনেকটা ভাল আছেন। বেন্টিলেশন থেকেও তাঁকে বের করে আনা হয়েছে। মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিশেষ চিকিংসকদের তত্ত্বাবধানে রয়েছেন কিংবদন্তী ফুটবলার।
AC Milan vs Juventus, Coppa Italia 2019–20 Free Live Streaming: কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলান বনাম জুভেন্তাস, কখন, কোথায় দেখবেন লাইভ ম্যাচ?
Sanjoy Patraকোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস। মিলানের ঘরের মাঠ সান সিরোতে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে। ফুটবল ভক্তরা যদি এই ম্যাচ কোথায়, কীভাবে দেখার বিষয়ে জানতে চান তবে নীচের প্রতিবেদনটি পড়ে ফেলুন।
Cristiano Ronaldo Birthday Special: ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন, আজ রইল সিআর সেভন সম্পর্কিত অজানা তথ্য
Shammi Hudaআজ ৫ ফেব্রুয়ারি ২০২০, এদিনই ৩৫ বছরে পদার্পণ করলেন সিআর সেভন, বিশ্বফুটবলের প্রিয় তারকা ক্রিশ্চিানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এক দশক ধরেই বিশ্বফুটবলের অন্যতম সেরা বিজ্ঞাপন রোনাল্ডো। তিনবার ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা। মাঠে ফুটবল যেমন তার নিত্যসঙ্গী, তেমনি বাইরে নারী ও ওয়াইন তার চাই-ই চাই। কিছু দিন আগে পর্তুগিজ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন মার্কিন এক তরুণী। অভিযোগ ছিল রোনাল্ডো হোটেলকক্ষে জোর করে তার সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। এ ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে এসব অভিযোগ রোনাল্ডোর স্বভাবে খুব একটা বদল আনেনি। মাঠ ও মাঠের বাইরে একই মেজাজে আছেন তিনি।
Manchester City vs Manchester United Carabao Cup 2019–20 Live Streaming: কোথায় দেখবেন লাইভ ম্যাচ? ম্যানচেস্টার ডার্বির লাইভ স্কোর কোথায় জানতে পারবেন?
Sanjoy PatraManchester City vs Manchester United Carabao Cup 2019–20-আজ ম্যানচেস্টার ডার্বি (Manchester derby)। কারাবাও কাপের সেমি ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্ধী ম্যানচেস্টার সিটি (Manchester City) ও ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। আগের ডার্বিতে রেড ডেভিলরা ১-০ গোলে হেরেছিল। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লীগে এখনও পর্যন্ত ভালোই খেলছে। ফুটবল ভক্তরা যদি এই ম্যাচ কোথায়, কীভাবে দেখার বিষয়ে জানতে চান তবে নীচের প্রতিবেদনটি পড়ে ফেলুন।
East Bengal Coach: ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন মারিও রিভেরা
Puja Mandalজল্পনাই সত্যি হল। ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচের পদে আসীন হলেন মারিও রিভেরা (Mario Rivera)। আলেজান্দ্রোর সহকারী মারিওকেই দলের কোচ হিসেবে নিয়োগ করলেন লাল-হলুদ কর্তারা। বৃহস্পতিবার কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে পদে বসছেন মারিও। অন্যদিকে, এদিনই কলকাতা ছাড়েন আলেজান্দ্রো মেনেনজেস গার্সিয়া।
Barcelona Vs Ibiza Live Streaming Online In India: কোপা দেল রে ২০১৯-২০২০ ফুটবল ম্যাচে মুখোমুখি বার্সেলোনা ইবিজা, কোথায় দেখবেন লাইফ স্ট্রিমিং?
Shammi Huda: কোপা দেল রের শেষ ৩২ রাউন্ডের ম্যাচ খেলতে বার্সেলোনা দল এখন স্পেনের ইবিজায়। ইউডি ইবিজার মুখোমুখি হবে তারা। কিন্তু ম্যাচটিতে খেলছেন না কাতালান ক্লাবটির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। বার্সার এই স্কোয়াডে রয়েছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেতো, নেলসন সেমেদো, ক্লিমেন্ট লংলে, জর্দি আলবা, সের্জি রবার্তো, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, চুমি, ইভান রাকিতিচ, আর্থার, ফ্রেঙ্কি ডি ইং, আর্তুরো ভিদাল, রিকি পুইগ, আঁতোয়া গ্রিজম্যান, কার্লেস পেরেস, আবেল রুইজ ও আনসু ফাতি। বার্সেলোনার এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। সের্জিও বুসকেতস ও জেরার্দ পিকেও খেলছেন না ইবিজার বিপক্ষে। তারাও বিশ্রামে থাকবেন।