ISL: মোহনবাগানকে বিদায় জানিয়ে কেরালা ব্লাস্টার্সের কোচ হলেন কিবু ভিকুনা
পরের মরশুমের জন্য কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলের কোচ নিযুক্ত হলেন কিবু ভিকুনা (Kibu Vicuña)। মোহনবাগানের (Mohunbagan) আই লিগ জয়ী কোচ কেরালাতে পা রাখলেন। বুধবার সকালেই প্রাক্তন কোচ এলকো শাতোরির সঙ্গে চুক্তি ভঙ্গ করে কেরালা। সন্ধ্যাতেই কেরালা নতুন কোচ হিসেবে কিবুর নাম ঘোষণা করে দেয় ফ্রাঞ্চাইজি দলটি। ফলে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেও বিদায় নিতে হচ্ছে স্প্যানিশ কোচকে।আই লিগ জয়ের নায়ক বেইতিয়ারও কেরালায় যোগদান শুধু সময়ের অপেক্ষা।
পরের মরশুমের জন্য কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলের কোচ নিযুক্ত হলেন কিবু ভিকুনা (Kibu Vicuña)। মোহনবাগানের (Mohunbagan) আই লিগ জয়ী কোচ কেরালাতে পা রাখলেন। বুধবার সকালেই প্রাক্তন কোচ এলকো শাতোরির সঙ্গে চুক্তি ভঙ্গ করে কেরালা। সন্ধ্যাতেই কেরালা নতুন কোচ হিসেবে কিবুর নাম ঘোষণা করে দেয় ফ্রাঞ্চাইজি দলটি। ফলে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করেও বিদায় নিতে হচ্ছে স্প্যানিশ কোচকে।আই লিগ জয়ের নায়ক বেইতিয়ারও কেরালায় যোগদান শুধু সময়ের অপেক্ষা।
আগামী মরশুমে ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL খেলবে মোহনবাগান। নতুন দলের চিফ কোচ হিসেবে ইতিমধ্যেই কোচ হাবাসের নাম ঘোষণা করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। আইএসএল জয়ী কোচ হাবাসের সঙ্গে ২ বছরের চুক্তি ATK-র। তাই পরের মরশুমে ATK-মোহনবাগানের জন্যও যে তিনিই কোচ থাকবেন, এটাই স্বাভাবিক। আরও পড়ুন: I-League: আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
হাবাসের অধীনেই আগামী বছর AFC কাপ খেলবে ATK-মোহনবাগান। তাই কেরালা ব্লাস্টার্স যখন ভিকুনাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়, তিনি রাজি হয়ে যান।