East Bengal Coach: ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন মারিও রিভেরা
জল্পনাই সত্যি হল। ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচের পদে আসীন হলেন মারিও রিভেরা (Mario Rivera)। আলেজান্দ্রোর সহকারী মারিওকেই দলের কোচ হিসেবে নিয়োগ করলেন লাল-হলুদ কর্তারা। বৃহস্পতিবার কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে পদে বসছেন মারিও। অন্যদিকে, এদিনই কলকাতা ছাড়েন আলেজান্দ্রো মেনেনজেস গার্সিয়া।
জল্পনাই সত্যি হল। ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচের পদে আসীন হলেন মারিও রিভেরা (Mario Rivera)। আলেজান্দ্রোর সহকারী মারিওকেই দলের কোচ হিসেবে নিয়োগ করলেন লাল-হলুদ কর্তারা। বৃহস্পতিবার কোয়েস ইস্টবেঙ্গলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে পদে বসছেন মারিও। অন্যদিকে, এদিনই কলকাতা ছাড়েন আলেজান্দ্রো মেনেনজেস গার্সিয়া।
ক্লাবের তরফে জানানো হয়েছে, আপাতত আগামী ৩১ মে পর্যন্ত দলের হেড কোচ (Head Coach) থাকবেন মারিও। আলেজান্দ্রোর সহকারী হিসাবে কাজ করেছেন মারিও। উয়েফার প্রো-লাইসেন্স কোচিংয়ের ডিগ্রি রয়েছে তাঁরা। তাছাড়া ইস্টবেঙ্গলে আগে কাজ করার সুবাদে পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল তিনি। দলের বর্তমান অনেক ফুটবলারকেই (Football) চেনেন তিনি। তাই তাঁর উপরই আস্থা রাখলেন লাল-হলুদ কর্তারা। জানা গিয়েছে, এক-দুদিনের মধ্যে ভিসার জন্য আবেদন করবেন মারিও। ভিসা পেয়ে গেলেই আগামী সপ্তাহে শহরে চলে আসবেন মারিও। এদিন সকালে কলকাতা ছাড়লেন আলেজান্দ্রো। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) সস্ত্রীক তিনি গাড়ি নিয়ে পৌঁছতেই ঘিরে ধরেন সমর্থকরা। অনেকেই আকুতি-মিনতি করেন ‘আলে স্যর’-কে থেকে যাওয়ার জন্য। ফ্যানদের সঙ্গে ছবিও তোলেন আলেজান্দ্রো। চোখের জলে সমর্থকরা স্প্যানিশ কোচকে বিদায় জানান। গোলের খবর অনুযায়ী, বিমানবন্দরের গেট দিয়ে ঢোকার সময় হাত নেড়ে ভক্তদের বিদায় জানান আলেজান্দ্রো। আরও পড়ুন: India vs New Zealand 1st T20I 2020: আগামীকাল ইডেন পার্কে প্রথম টি ২০-তে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, বিশ্বকাপে হারের বদলা নিতে মরিয়া কোহলিরা
উল্লেখ্য, আই লিগে টানা তিন ম্যাচে হারের জেরে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন আলেজান্দ্রো মেনেনজেস (Alecsandro Menezes)। ব্যক্তিগত সমস্যাকেই কারণ হিসেবে তুলে ধরেন আলেজান্দ্রো। এদিন চোখের জলে কলকাতাকে বিদায় জানান তিনি।