ভুবনেশ্বর, ৫ জানুয়ারি: ২০২৩ সালের ওড়িশা হকি বিশ্বকাপের (FIH Odisha Hockey Men's World Cup 2023) আগে বৃহস্পতিবার রাউরকেলার (Rourkela) বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের (Birsa Munda Hockey Stadium) উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। উল্লেখ্য, ওড়িশায় টানা দ্বিতীয়বারের মতো হকি বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এ বার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium) এবং রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ১৩ থেকে ২৯ জানুয়ারি এই হকি বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। কলিঙ্গ স্টেডিয়ামে ২৪টি এবং বিরসা মুণ্ডা স্টেডিয়ামে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়াম কমপ্লেক্সের স্টেডিয়াম এবং হকি অনুশীলন কেন্দ্র উভয়কেই এফআইএইচ (FIH) কর্তৃক লেভেল-১ শংসাপত্র দেওয়া হয়েছে যা তাদের বিভাগে সর্বোচ্চ। কিংবদন্তি আদিবাসী নেতা বিরসা মুণ্ডাকে শ্রদ্ধা জানাতে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে। Men’s FIH Hockey World Cup 2023 Schedule for Free PDF Download Online: জেনে নিন হকি ফিক্সচার, সময়সূচি (ভারতীয় সময় অনুযায়ী) এবং বাকী বিস্তারিত বিবরণ
ওড়িশা সরকার দাবি করেছে যে এটি বিশ্বের বৃহত্তম বসার (Biggest Seated) হকি স্টেডিয়াম। কর ছাড়াই ২৬১ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। সুন্দরগড় (Sundargarh), গঞ্জাম (Ganjam), সম্বলপুর (Sambalpur) এবং রাউরকেলায় (Rourkela) হকি প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন,'এটি ওড়িশার জন্য অত্যন্ত আনন্দের এবং উদযাপনের মুহূর্ত। আমরা শুধু টানা দ্বিতীয়বার হকি বিশ্বকাপ আয়োজন করছি না, রাউকেলায় বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়ামও তৈরি করেছি। এটাই নতুন ওড়িশা। আমি এটি সুন্দরগড়বাসী এবং আমাদের দেশের হকি খেলোয়াড়দের উৎসর্গ করছি।' তিনি আরও বলেন, 'বিশ্ব হকি সংস্থাকে আমি স্বাগত জানাই, যারা এখানে এসে এর বিশালতা অনুভব করবে।' FIH Hockey World Cup 2023: হকি বিশ্বকাপে খেলবে না তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, জেনে নিন কারণ
আগামী বছরগুলিতে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতীয় হকিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২২৫টি ঘর নিয়ে তৈরি বিশ্বকাপ ভিলেজেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যেখানে থাকবে আসন্ন বিশ্বকাপের দলগুলি। জাতীয় পুরুষ হকি দলের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। বিশ্বকাপ জিতলে প্রত্যেক খেলোয়াড়কে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
The field is ready, the lights are on, and the players are as excited as we are! Get ready to cheer for Team India as they take the field at the FIH Odisha Men's Hockey World Cup 2023! pic.twitter.com/bmMzfX2cIt
— Hockey India (@TheHockeyIndia) January 5, 2023