কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা জানত দ্বিতীয় পরাজয় তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দেবে।গ্রুপ লিগের খেলায় সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে চাপ বাড়িয়ে রেখেছিল পোল্যান্ড। কিন্তু ৩৫ বছর বয়সী যিনি সম্ভবত শেষ বিশ্বকাপে খেলছেন তিনি জানতেন আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে হলে তাঁকেই কিছু একটা করতে হবে, মেসি (Lionel Messi) করলেনও। মেক্সিকোর রক্ষণ ভাঙ্গা যখন দুঃসাধ্য মনে হচ্ছিল, তখনই ডিমারিয়ার ছোট্ট পাসে চকিতে দুর্দান্ত গোল করে এগিয়ে দিলেন দলকে। পরে ম্যাচের শেষদিকে তাঁর পাস থেকেই দারুণ আরও একটা গোল করলেন এনজো ফার্নান্দেসও।
When you score your first #FIFAWorldCup goal at 21 years old 🫶 pic.twitter.com/u0bdtxrpoo
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
লুসাইল স্টেডিয়ামে ম্যাচটা আর্জেন্টিনা জিতল শেষ পর্যন্ত ২-০ গোলে। যে জয় আর্জেন্টিনা ও মেসিকে টিকিয়ে রাখল বিশ্বকাপেও।এই মুহুর্তে গ্রুপ সি তে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেসিরা। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা জিতলেই পরের রাউন্ড নিশ্চিত আর্জেন্টিনার। সুযোগ থাকবে ওই ম্যাচটা ড্র করলেও। এখন দেখার কী হয় শেষ ম্যাচে
🐐 Who else?
With a goal and a recording breaking assist, Lionel Messi etches his name in the history books once again. Your @Budweiser Player of the Match.
Where he walks, greatness follows.
🇦🇷 #ARGMEX 🇲🇽 #POTM #YoursToTake #BudweiserWorldCup #BringHomeTheBud | @budfootball pic.twitter.com/PpRQ2blis0
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
এ ম্যাচের মাধ্যমে মেসি জুড়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার বিশ্বকাপ রেকর্ডের সঙ্গে। মারাদোনার মতই মেসিও দেশের হয়ে বিশ্বকাপে খেলে ফেলেছেন ২১টি, এমনকি ২১ টি ম্যাচে মারাদোনা গোল করেছেন ৮টি, কাল একটি গোল করে মেসিরও গোল সংখ্যা হয়ে গেল ৮টি।
All the emotions! 🇦🇷#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/H6plCiErE0
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022