Samar Banerjee Passes Away:  থামল বদ্রুর লড়াই, চলে গেলেন সমর বন্দ্যোপাধ্যায়
Samar Banerjee. (Photo Credits: Twitter)

কলকাতা, ২০ অগাস্ট: শেষ হল লড়াই। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন দেশের বিখ্যাত ফুটবলার-অলিম্পিয়ান সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ২৪ দিনের লড়াই থামল। অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু। দু দিন আগেই করোনা মুক্ত হয়েছিলেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা একেবারেই সঙ্কটজনক ছিল। গতকাল, শুক্রবার রাতে তিনি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন।

এরপর গভীর রাত ২টো ২০ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমর বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলারের প্রয়াণে শোকের ছায়া। আরও পড়ুন-নাচছেন যুবরাজ সিং, ভাইরাল ভিডিয়ো 

দেখুন টুইট

১৯৩০ সালের ৩০ জানুয়ারি হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেন তিনি বদ্রু বন্দ্যোপাধ্যায়ের। বাড়িতে ফুটবলের একটা পরিবেশ ছিলই। ফুটবল খেল তে গিয়ে মারা যাওয়া দাদার দাদার তি আঁকড়ে বড় ফুটবলার হওয়ার জেদ নেন তিনি। খেলায় তাঁকে উৎসাহ দিতেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়, কার্তিক চট্টোপাধ্যায়, ল্যাংচা মিত্রের মতো ব্যক্তিত্ব। কলকাতা লিগে বিএনআর-এর হয়ে দারুণ খেলে মোহনবাগাবন কর্তাদের নজরে এসেছিলেন।

১৯৫২ সালে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে সই করান হয় সবুজ-মেরুনে। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টানা আট মরসুম মোহনবাগানের হয়ে খেলেন তিনি। মেডিকেলের ছাত্র হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।