Euro 2020: ইউরোয় আজ নামছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, ডাচরাও, কখন কার ম্যাচ জানুন

ইউরোয় (UEFA Euro 2020) নাটকীয় শনিবারের পর এবার রবিবার জমজমাট লড়াইয়ের পালা। আজ নামছে টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ড (England)। যে ইংল্যান্ডের মাটিতেই হবে ফাইনাল ম্যাচ। ইংল্যান্ডের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপে গোটা দুনিয়াকে চমকে দিয়ে ফাইনালে খেলা ক্রোয়েশিয়া। একেবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে এই খেলা। রবিবার রাত সাড়ে ৯টা-র ম্যাচটা ইতিহাস গড়তে চলেছে মাদার টেরেজার দেশ নর্থ মেসিডোনিয়া। আরও পড়ুন: এখন কেমন আছেন মারাত্মক অসুস্থ ড্যানিশ ফুটবলার এরিকসন, জানুন

এই প্রথম ইউরো কাপের মূলপর্বে খেলতে চলেছে ২০ লক্ষ জনসংখ্যার এই দেশ। বছর পাঁচেক আগেও নর্থ মেসিডোনিয়া ফিফা Ranking-এ ১৬৬ নম্বরে ছিল। আর এখন তারা খেলবে ইউরোর মূলপর্বে। সম্প্রতি বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে জার্মানিকেও হারিয়ে দিয়েছে নর্থ মেসিডোনিয়া। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

যে অস্ট্রিয়া ১৯৯৮ সালের পর থেকে আর বিশ্বাকেপর মূলপর্বে কিছুতেই যোগ্যতাইঅর্জন করতে পারছে না। গতবার ইউরোর মূলপর্বে যোগ্যতা পেলেও একটা ম্যাচও জেতেনি। ২০০৮ সালে তারা প্রথমবার ইউরোয় খেলে। ২০১২ সালে খেলার যোগ্যতা পায়নি। ২০০৮ সালেও তারা ইউরোর মূলপর্বে কোনও জয় পায়নি। তাই অস্ট্রিয়া আজ ইউরোর মূলপর্বে ঐতিহাসিক প্রথম জয়ের অপেক্ষায়। তার মানে আজ সন্ধ্যার ম্যাচটা প্রথমবার খেলতে চলা দেশ বনাম ইউরোর ইতিহাসে প্রথম জয়ের লক্ষ্যে থাকা দুই লো প্রোফাইল দেশের মধ্যে হতে চলেছে। আজ রাতের ম্যাচে নামছে নেদারল্যান্ডস। কলকাতায় ডাচ বাহিনীর কমলা ব্রিগেডের প্রচুর ভক্ত রয়েছে। ডাচদের ফুটবলে সেই মাদকতা আছে। ডাচদের প্রতিপক্ষ ইউক্রেন।

গতকাল রাতে বেলিজয়াম ৩-০ গোলে অনায়াসে হারায় তিন বছর আগে বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে। তার আগে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে বিরতির ঠিক আগে ডেনমার্কের ফুটবল তারকা ক্রিস্তিয়ান এরিকসেনের চোট ট্র্যাজেডির ফলে ম্যাচ রুখে যাওয়ার কথা তো সবার জানা। সেই ম্যাচ ঘণ্টা দুয়েক পর শুরু হলে, ফিনল্যান্ড ১-০ গোলে সেই ম্যাচ জিতে নেয়। প্রথমবার কোনও বড় মাপের টুর্নামেন্ট খেলতে নেমেই ডেনমার্কের মত বড় দলকে হারাল ফিনল্যান্ড। যদিও এরিকসেনের মারত্মক চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় মাঠজুড়ে এতটাই শোক ছিল, ফিনল্যান্ডের ঐতিহাসিক জয়ের আনন্দ কিছুটা ফিকে পড়ে যায়।

গতকালের ফল

সুইজারল্যান্ড (১) ওয়েলস (১)

ডেনমার্ক (০) ফি্নল্যান্ড (১)

বেলজিয়াম (৩) রাশিয়া (০)

আজকের খেলা

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া (সন্ধ্যা সাড়ে ৬টা)

অস্ট্রিয়া বনাম নর্থ মেসিডোনিয়া (রাত সাড়ে ৯টা)

নেদারল্যান্ড বনাম ইউক্রেন (রাত সাড়ে ১২টা)

(সব ম্যাচ সরাসরি সোনি টেন টু, সোনি টেন থ্রি এসডি ও এইচি চ্যানেলে। সোনি লিভে অ্যাপেও সরাসরি দেখা যাবে ম্যাচগুলি)