Euro Cup 2020: ইউরোয় আজ সুপার সানডে, ডাচদের সামনে চেক মেটের সুযোগ, বেলজিয়ামের বিরুদ্ধে রোনাল্ডোরা আন্ডারডগ
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (File Photo)

বুদাপেস্ট, ২৭ জুন: ইউরোয় প্রি কোয়ার্টার ফাইনালে আজ দ্বিতীয় দিনে। রবিবার ভারতীয় সময় সাড়ে ৯টায় বুদাপেস্টে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস-চেক প্রজাতন্ত্র। গ্রুপের তিনটি ম্যাচেই জিতে দুরন্ত ফর্মে থেকে আজ ফেভারিট হিসেবে নামছেন ডাচরা। অন্যদিকে, ইংল্যান্ডের গ্রুপ থেকে তৃতীয় হয়ে চেক প্রজাতন্ত্র আউটে উঠেছে। চেক প্রজাতন্ত্র এবারের ইউরোয় একমাত্র স্কটল্যান্ড ছাড়া কোনও ম্যাচ জিততে পারেননি। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে যায় চেক প্রজাতন্ত্র। তিন ম্যাচে আট গোল করে ডাচদের আত্মবিশ্বাস তুঙ্গে। আরও পড়ুন: অবশেষে গোল খেয়ে, ঘামও ঝরিয়ে এক্সট্রা টাইমে কষ্টার্জিত জয় ইতালির  

ভারতীয় সময় সাড়ে ১২টায় বড় ম্যাচ। সেভিয়ায় টুর্নামেন্টের ফেভারিট বেলজিয়ামের সামনে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। গ্রুপ লিগে অপ্রতিরোধ্য দেখিয়েছে বেলজিয়ামকে। গ্রুপে তিনটে ম্যাচে তিনটেতে জিতে সাতটি গোল করেছে বেলজিয়াম, খেয়েছে মাত্র একটা গোল।

সেখানে হাঙ্গেরির বিরুদ্ধে শেষ দশ মিনিটের ফুটবল, আর রোনাল্ডোর ঝলক ছাড়া পর্তুগালকে সাদামাটা দেখিয়েছে। রোনাল্ডোদের ডিফেন্স সত্যিই নড়বড়ে দেখিয়েছে। জার্মানির কাছে ৪-২ গোলে হারটা বুঝিয়েছে পর্তুগাল দলটা এখনও জমাট বাঁধেনি। তবে ওই যে রোনাল্ডো। চলতি ইউরোয় পাঁচটা গোল করা রোনাল্ডো ম্যাজিক বদলে দিতে পারে সব কিছু। ফেভারিট বেলজিয়ামের বিরুদ্ধে রোনাল্ডো ম্যাজিকের দিকেই তাকিয়ে পর্তুগাল।

ভারতীয় সময় কটা থেকে শুরু হবে এই দুটি ম্যাচ

নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র (বুদাপেস্ট, সাড়ে ৯টা)

বেলজিয়াম বনাম পর্তুগাল (সেভিয়া, রাত সাড়ে ১২টা)

(সরাসরি সোনি টেন ওয়ান, সোনি টু-তে সরাসরি। সোনি লিভ অ্যাপে সরাসরি)