Tamirat Tola. (Photo Credits: X)

প্যারিস, ১০ অগাস্ট: Paris Olympics Men's Marathon: টানা তিনটি অলিম্পিক ম্যারাথনে সোনা জেতা হল না কেনিয়ার কিংবদন্তি ইলিউড কিপচগে (Eliud Kipchoge)-র। শনিবার প্যারিসে পুরুষদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন ইথিওপিয়ার তামিরাত তোলা (Tamirat Tola)। ২৪ বছর পর ইথিওপিয়ার কোনও দৌড়বিদ ম্য়ারাথনে সোনা জিতলেন। বেলজিয়ামের বাশির আবদি জিতলেন রুপো, আর কেনিয়ার বেনসন কৃপ্রুতো ব্রোঞ্জ পদক গলায় পরলেন।

প্যারিসে পুরুষ ম্যারাথন পোডিয়ামে ওঠা তিন দৌড়বিদই টোকিও গেমসের সোনা জয়ীর চেয়ে কম সময়ে দৌড় শেষ করলেন। ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ডে ম্য়ারাথন শেষ করে সোনা জিতলেন ইথিওয়িপিয়ার তামিরাত তোলা। সেখানে রুপো জয়ী বেলজিয়াম সোনাজয়ীর চেয়ে ম্যারথন শেষ করতে ২১ সেকেন্ড বেশী সময় নিলেন। আর ব্রোঞ্জ জয়ী কেনিয়ান ম্যারথন শেষ করলেন ২ ঘণ্টা ৭ মিনিটে। আরও পড়ুন-যে কাজ করে অলিম্পিকে শুরুতেই বাতিল হলেন আফগান মহিলা তালাশ

দেখুন খবরটি

গত দুটি অলিম্পিকে পুরুষদের ম্যারাথনে অপ্রতিরোধ্য পারফম্যান্স তুলে ধরে সোনা জিতেছিলেন কিপচগে। তবে এবার তাঁর বয়সটা বাধা হয়ে দাঁড়াল। মাঝ পথে হাঁফিয়ে ম্যারথন ছাড়লেন ৩৯ বছরের কিপচগে। আর এত কম সময়ে সাম্প্রতিক অতীতে অলিম্পিক ম্যারাথনে কেউ সনা জেতেননি। কিপচগে গত দুটি অলিম্পিক ম্যারাথন শেষ করতে সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ৮ মিনিট ৪৪ সেকেন্ড (২০১৬ রিও গেমস) ও ২ ঘণ্টা ৮ মিনিট ১ সেকেন্ড (২০২০ টোকিও গেমস)। কিংবদন্তি কিপচগের সেই সময়কেও ছাপিয়ে গেলেন ইথিওপিয়ান তোলা সহ তিন পদকজয়ী। প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে মোট ৪২.২ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে তামিরাত তোলাদের।