UEFA Women’s Euro 2022 Final: গোল করে সব সমালোচনার জবাব দিলেন ইংল্যান্ড ফুটবলার ক্লোয়ি কেলি, গোল করে জার্সি খুলে উল্লাস ইংল্যান্ডের ফুটবলারের (দেখুন ভিডিও)

২০০৯ সালের ইউরো কাপের ফাইনালে উঠে জার্মানির কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। ২০২২ এর ইউরোর মঞ্চ ছিল  ইংল্যান্ডের কাছে বদলার ম্যাচ। ৯০ মিনিটে খেলার ফয়সালা না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১১০ মিনিটে ইংল্যান্ডের ফুটবলার ক্লোয়ি কেলি বক্সের মধ্যে  ডান পায়ের টোকাতে বল জার্মানির জালে জড়াতেই শুরু হয়ে যায় উদযাপন। জার্মানির গোলে জড়িয়ে যেতেই ছুটতে শুরু করেন কেলি। জার্সি খুলে দৌড়াতে শুরু করেন মাঠের মধ্যে।  স্বপ্নপূরণের আনন্দ ভাগ করতে দৌড়ে যান কোচ সারিনা উইগম্যানের দিকে। সতীর্থরা তখন তাঁকে ছোঁয়ার জন্য ছুটছেন। কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছেন না।

এর আগে জার্মানির কাছে ২৭ বারের মধ্যে হারতে হয়েছে ২৫ বার, সেই দলকে জবাব দেওয়ার ছিল। জবাব দেওয়ার ছিল সেই সমালোচকদের, যাঁরা কেলিকে জাতীয় দলে নেওয়া নিয়ে সমালোচনা করেছিলেন। এক গোলেই সবাইকে জবাব দিলেন তিনি। সাথে দেশকে এনে দিলেন প্রতীক্ষিত ট্রফি।