Sunil Narine (Photo Credits: Twitter)

দুবাই, ১২ অক্টোবর: আগামিকাল, বুধবার আইপিএল ২০২১ (IPL 2021)-এর কোয়ালিফায়ার টু (Qualifier 2)-তে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। এই ম্যাচে যারা জিতবে তারাই উঠে যাবে ফাইনালে। তারপর শুক্রবার ফাইনালে তারা খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাইয়ের কাছে হেরে দিল্লি নামছে এই ম্যাচ খেলতে। আর কলকাতা এই ম্যাচে খেলতে নামবে এলিমিনটরে আরসিবি-কে হারিয়ে। দিল্লি ক্যাপিটালস এর আগে ২০১৯ আইপিএলের ফাইনালে উঠলেও রানার্স হয়েছিল। সেখানে কলকাতা নাইট রাইডার্স দু বার খেতাব জিতেছে।

কার্যত সেমিফাইনাল ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হয় তা দেখার। দুই দলেই বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দিল্লি ক্যাপিটালস-এর তুলনায় কলকাতা নাইট রাইডার্স ভাল ছন্দে আছে। দুই দলের শক্তির জায়গা হল বোলিং। দিল্লি যদি পেস বোলিংয়ে এগিয়ে থাকে, তাহলে কলকাতা এগিয়ে থাবে স্পিন বোলিং বিভাগে। খাতায় কলমে শক্তিতে ম্যাচটা একেবারে ৫০:৫০। তবে সুনীল নারিন যদি এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে থাকবে। আরও পড়ুন: IPL 2021, KKR vs RCB: আইপিএল-র এলিমিনেটর ম্যাচে আরসিবিকে ৪ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স

আসুন দেখে নেওয়া যাক এই ম্যাচের ড্রিম ইলেভেন ফ্যান্টসি প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে--

KKR vs DC, IPL 2021 Qualifier 2, Dream11 Team Prediction: উইকেটকিপার: ঋষভ পন্থ

KKR vs DC, IPL 2021 Qualifier 2, Dream11 Team Prediction: ব্যাটসম্যান: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস), শেমরন হেটমায়ার (দিল্লি ক্যাপিটালস), নীতীশ রানা (কেকেআর)।

KKR vs DC, IPL 2021 Qualifier 2, Dream11 Team Prediction: অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার (কেকেআর), সুনীল নারিন (কেকেআর), সাকিব আল হাসান (কেকেআর)।

KKR vs DC, IPL 2021 Qualifier 2, Dream11 Team Prediction: বোলার: কাগিসো রাবাদা (ডিসি), আনরিচ নোকিয়া (ডিসি), লোকি ফার্গুসন (কেকেআর), বরুণ চক্রবর্তী (কেকেআর)।

KKR vs DC, IPL 2021 Qualifier 2, Dream11 Team Prediction: ঋষভ পন্থ (ডিসি), শিখর ধাওয়ান (ডিসি), শিমরন হেটমায়ার (ডিসি), নীতীশ রান (কেকেআর), ভেঙ্কটেশ আয়ার (কেকেআর), সাকিব আল হাসান (কেকেআর), সুনীল নারিন (কেকেআর), কাগিসো রাবাদা (ডিসি), আনরিচ নোকিয়া (ডিসি), লোকি ফার্গুসন (কেকেআর), বরুণ চক্রবর্তী (কেকেআর)। দলের অধিনায়ক করা যেতে পারে শিখর ধাওয়ানকে। আর সহ অধিনায়ক করা যেতে পারে ভেঙ্কটেশ আয়ারকে।