৪ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে আইপিএল-র (IPL 2021) কোয়ালিফায়ার ২-তে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবারও ট্রফিহীনই থাকতে হল আরসিবি-কে। বুধবার দিল্লি ক্যাপিটাসলের মুখোমুখি হবে কেকেআর। ওই ম্যাচ জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ইয়ন মর্গান বাহিনী।

শারজায় আজ টসে জিতে প্রথমে ব‍্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রয়‍্যাল চ‍্যালেঞ্জার ব‍্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এই ম‍্যাচে দু’দলই দলের কোনও পরিবর্তন ঘটায়নি। কোহলি ও অপর ওপেনার দেবদূত পাডিক্কাল দলের শুরুটা ভালই করেন। প্রায় ১০ রানের গড় রেখে রান তুলতে থাকেন তারা। কলকাতার হয়ে ব্যাঙ্গালোরকে প্রথম ঝটকা দেন লকি ফার্গুসন। ৪৯ রানের মাথায় তুলে নেন পাডিক্কালকে। এরপর ব্যাট করতে নেমে রান পাননি শিখর ভরতও। দশম ওভারে সুনীল নারাইন আক্রমণে এসেই রানের গতি আটকানোর পাশাপাশি প্রতি ওভারেই একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আউট করেন ভরত, কোহলি, ডি ভিলিয়ার্স ও ম‍্যাক্সওয়েলকে। নারাইনকে যোগ্য সঙ্গত দেন অপর দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও শাকিব অল হাসান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তোলে আরসিবি। ব‍্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক কোহলি। সুনীল নারাইন ২১ রান দিয়ে ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাট করতে থাকেন কেকেআর ওপেনার শুভমন গিল। ভেঙ্কটেশ আওয়ারও মারতে শুরু করেন। কেকেআর শিবিরে প্রথম ধাক্কা দেন হর্ষাল প্যাটেল। ২৯ রান করে ডি ভিলিয়ার্সের হাত ক্যাচ দিয়ে আউট হন গিল। এরপর ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী। যদিও ৬ রানে তাঁকে আউট করেন যুজবেন্দ্র চাহাল। এরপর নীতিশ রানাকে সঙ্গে নিয়ে রান এগিয়ে যাচ্ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে আবারও কেকেআর শিবিরে ধাক্কা দেন হর্ষাল প্যাটেল। ২৬ রানে আইয়ারকে আউট করে দেন তিনি।  এরপর রানাকে ফেরান চাহাল। এরপর ১৭.২ ওভারে নারাইনকে বোল্ড করে দেন মহম্মদ সিরাজ। ওই ওভারেই দীনেশ কার্তিককে আউট করেন তিনি। কার্তিক ১০ রান করেন।

শেষ ওভারে ৭ রান দরকার ছিল কেকেআর-র। শেষ ওভারের প্রথম বলেই ৪ মারেন শাকিব অল হাসান। দ্বিতীয় বলে ১ রান হয়। পরের বলেই ১ রান হলে দুই দলের স্কোর সমান হয়ে যায়। পরের বলেই ম্যাচ পকেটে  পুরে নেন মর্গানরা।